Bihar Elections 2020: এগিয়ে বিজেপি, নীতীশকে কি ফের মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে পদ্ম শিবির?

Last Updated:

ভোটের ফলাফলে এই ট্রেন্ড দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে, জেডিইউ-এর থেকে বিজেপি বেশি আসন পেলে কি শেষ পর্যন্ত নীতীশকে আর মুখ্যমন্ত্রী করা হবে?

#পটনা: ভোট প্রচারের সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করে দিয়েছিলেন, এনডিএ আবার ক্ষমতায় এলে বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷ বিহারে ভোট গণনার ট্রেন্ড বলছে, জোট হিসেবে এনডিএ এগিয়ে থাকলেও সর্ববৃহৎ দল হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে বিজেপি৷ আসনের নিরিখে তিন নম্বরে নেমে যেতে পারে নীতীশ কুমারের জেডিইউ৷
ভোটের ফলাফলে এই ট্রেন্ড দেখে অনেকের মনেই প্রশ্ন উঠছে, জেডিইউ-এর থেকে বিজেপি বেশি আসন পেলে কি শেষ পর্যন্ত নীতীশকে আর মুখ্যমন্ত্রী করা হবে? বিজেপি-র সর্বভারতীয় সম্পাদক অরুণ সিং অবশ্য দাবি করেছেন, জেডিইউ-এর আসন সংখ্যা যাই হোক না কেন, এনডিএ ক্ষমতায় ফিরলে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমারই৷
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জেডিইউ যে আসনগুলিতে লড়েছে, সেই আসনগুলিতে প্রার্থী দিয়েছে চিরাগের এলজেপি৷ তার উপরে নীতীশের বিরুদ্ধে ছিল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া৷ সম্ভবত সেই কারণেই এতটা কঠিন লড়াইয়ের মুখে পড়েছে নীতীশের দল৷ ফলে নরেন্দ্র মোদির মুখের উপরে ভরসা করেই এ যাত্রায় নীতীশ উতরে যেতে পারেন বলে মনে করা হচ্ছে৷ তেমনটা হলেও ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেই নীতীশকে মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়ে দিল বিজেপি৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Elections 2020: এগিয়ে বিজেপি, নীতীশকে কি ফের মুখ্যমন্ত্রিত্ব ছাড়বে পদ্ম শিবির?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement