অষ্টমবারের জন্য বুধবার বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নীতীশের, এ বার সঙ্গী তেজস্বী
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
লালু যাদবের সতর্ক দৃষ্টির তত্ত্বাবধানেই নীতীশ ও তেজস্বীর এই মেলবন্ধনের যাত্রাটি শুরু করা হয়েছিল।
#পটনা: অষ্টম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন নীতীশ কুমার। বুধবার তিনি নতুন করে শপথ নেবেন। এ বারে বিজেপির সঙ্গ ছেড়ে তিনি যোগ দিয়েছেন আরজেডি, কংগ্রেসের সঙ্গে। সেই নতুন সরকারের হয়েই মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, মন্ত্রিসভা তৈরি হতে পারে আগের ফর্মুলাতেই। অর্থাৎ নীতীশের পূর্বতন জোটসঙ্গী বিজেপি যে মন্ত্রিসভার পদগুলি পেয়েছিল, সেগুলিই চলে যেতে চলেছে আরজেডি-র হাতে। আর জেডিইউ-এর যে পদগুলি ছিল, সেগুলি থাকছে নীতীশের দলের বিধায়কদের হাতেই।
তবে আরজেডির সঙ্গে নীতীশের ফের মেলবন্ধন সহজ ছিল না। যখন কংগ্রেস এবং আরজেডির সঙ্গে মহাজোট ভেঙে বেরিয়ে এসেছিলেন নীতীশ কুমার তখন একটি দুর্নীতির মামলায় অভিযুক্ত তেজস্বী যাদবের বিরুদ্ধে বেশ কিছু কঠোর মন্তব্য করেছিলেন তিনি।
২০১৭ সালের জুলাইয়ে জোট ভাঙার পর নীতীশ বলেছিলেন, “আমার দমবন্ধ হয়ে আসছিল, আমার বিবেক আমায় নাড়া দিয়েছে... অন্য কোনও উপায় ছিল না।” যাদবদের ইঙ্গিত করে নীতীশ বলেছিলেন, “এই ধনের অবস্থান না নিলে আমি ভুল করব, আমি এই ধরনের রাজনীতি করি না।”
advertisement
advertisement
আরও পড়ুন- উদ্ধবের পরিণতি থেকে শিক্ষা, মহারাষ্ট্র কাণ্ড দেখেই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ নীতীশের
কিন্তু গত কয়েক মাস ধরে দুই পক্ষই মতপার্থক্য কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছে এবং একে অপরের কাজে আরও স্বাচ্ছন্দ্য বোধ করেছে। এই মেলবন্ধনের যাত্রা স্পষ্টতই গত মে মাসে শুরু হয়েছিল। নীতীশ কুমার একটি ইফতার পার্টির জন্য তেজস্বী যাদবের বাড়িতে যান। এর পরেই নীতীশ কুমারের ইফতার পার্টিতে হাজির হন তেজস্বী যাদব।
advertisement
সূত্রের খবর, লালু যাদবের সতর্ক দৃষ্টির তত্ত্বাবধানেই নীতীশ ও তেজস্বীর এই মেলবন্ধনের যাত্রাটি শুরু করা হয়েছিল। বন্ধু থেকে শত্রু হয়ে আবার বন্ধুত্বে ফিরে এসেছিলেন দুই পক্ষই। নীতীশ কুমার মঙ্গলবার বিকেলে দলের বিধায়কদের বৈঠকে বিজেপির সঙ্গে তাঁর বিচ্ছেদের কথা ঘোষণা করেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2022 9:08 AM IST