Nitish Kumar Tejashwi Yadav: বড় খবর! সরকার গড়েই বিহারে ২০ লক্ষ চাকরির প্রতিশ্রুতি নীতীশ তেজস্বীর!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
20 Lakh Bihar Govt Jobs by RJD-JDU: ২০২০ সালের বিহার নির্বাচনী প্রচারে ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি।
#পটনা: পুরোনো জোট ভেঙে নয়া জোট গড়েছেন নীতীশ কুমার। আর নয়া জোট গড়েই চাকরির প্রতিশ্রুতি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের। বিহারের আরজেডি-জেডিইউ (RJD-JDU) জোট সরকার জানিয়েছে, আগামী দিনে রাজ্যে ১০ লাখ চাকরির পাশাপাশি ২০ লাখ নতুন কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করবে সরকার। বিজেপির সঙ্গে জোট ভেঙে আরজেডিকে দলে নিয়েও মুখ্যমন্ত্রী পদেই থেকে গিয়েছেন নীতীশ কুমার। তবে নয়া জোটসঙ্গী আরজেডির দেওয়া কর্মসংস্থানের প্রতিশ্রুতি পালনের ইঙ্গিত দিয়েছেন নীতীশ। সোমবার পটনার গান্ধি ময়দানে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি জানান, বিহারের যুবকদের স্বার্থে কর্মংস্থান তৈরি করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।
নীতীশ কুমার জানান, আরজেডি ও জেডিইউ সরকার রাজ্যে ২০ লক্ষ নতুন কর্মসংস্থান তৈরির উদ্দেশ্যে কাজ করছে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আরও ১০ লক্ষ চাকরির সুযোগ তৈরির দিকেও সরকার কাজ করছে বলে জানান তিনি। তবে আর পাঁচটা নির্বাচনী ফাঁপা প্রতিশ্রুতি যে এটা নয়, তাও বুঝিয়ে দিয়েছেন নীতীশ। দেশের তরুণ প্রজন্মকে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ করে দেওয়াই তাঁর সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন নীতীশ কুমার।
advertisement
advertisement
উল্লেখ্য, ক্ষমতায় এলে বিহারে বেকারত্ব কমাতে ১০ লক্ষ চাকরির কথা ঘোষণা করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নীতীশের সঙ্গে জোট গড়ে তেজস্বী আসলে নিজের প্রতিশ্রুতিই পালন করার চেষ্টা করছেন বলে মত রাজনৈতিক মহলের।
advertisement
নীতীশের এই ঘোষণার পরেই ট্যুইট করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। ট্যুইটে বিজেপিকে আক্রমণ করে তেজস্বী জানিয়েছেন, বিজেপি নিজের প্রতিশ্রুতি পালন করেনা। তাঁর দেওয়া ১০ লাখ কর্মসংস্থানের প্রতিশ্রুতির জবাব নীতীশ কুমার দিয়েছেন বলে গেরুয়া শিবিরকে লক্ষ্য করে বার্তা ছুড়ে দেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কী হল জানতে চেয়েও কটাক্ষ করেন বিহারের উপমুখ্যমন্ত্রী।
advertisement
২০২০ সালের বিহার নির্বাচনী প্রচারে ১৯ লক্ষ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ২ বছর নীতীশের সঙ্গে জোট করে বিহারে শাসনও করেছে বিজেপি। তাতেও কেন গত দুই বছরের জেডিইউ বিজেপি জোটের প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি, তা নিয়েও প্রশ্ন তোলেন তেজস্বী।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 16, 2022 5:07 PM IST