Maharashtra: কেনাবেচা রুখতে বিধায়কদের রিসর্টে আটক শিবসেনার, মহারাষ্ট্রে জট কাটাতে আসরে গড়করি

Last Updated:

মহারাষ্ট্র নিয়ে আরএসএস-এর সঙ্গে বৈঠক করেন গড়করি৷ অন্যদিকে, দলের বিধায়কদের কেনা-বেচা রুখতে তত্‍পর শিবসেনা৷ বিধায়কদের রিসর্টে রেখে নজরদারি চালাচ্ছে শিবসেনা৷

#মুম্বই: মহারাষ্ট্রে জট কাটাতে বিজেপি-র তরফে দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে৷ মহারাষ্ট্র নিয়ে আরএসএস-এর সঙ্গে বৈঠক করেন গড়করি৷ অন্যদিকে, দলের বিধায়কদের কেনা-বেচা রুখতে তত্‍পর শিবসেনা৷ বিধায়কদের রিসর্টে রেখে নজরদারি চালাচ্ছে শিবসেনা৷
উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও দেবেন্দ্র ফড়বীশ (বাঁ দিক থেকে) উদ্ধব ঠাকরে, আদিত্য ঠাকরে ও দেবেন্দ্র ফড়বীশ (বাঁ দিক থেকে)
বিধানসভা ভোটের ফল প্রকাশের পর দু সপ্তাহ পার৷ এখনও মহারাষ্ট্রে সরকার গড়ে উঠতে পারেনি বিজেপি ও শিবসেনা৷ আজ অর্থাত্‍ বৃহস্পতিবারই শেষ দিন৷ আজ সব নজর মারাঠা ভূমে৷ মহারাষ্ট্র কাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেতে চলেছে, এখনও জানে না৷ বুধবার সকালে শিবসেনা নেতা সঞ্জয় রাউত বিজেপি-কে বার্তা দেন, ১০৫ জন বিধায়ক নিয়ে সরকার গড়ে ফেলুন৷ পরে কোর কমিটির বৈঠকের পর বিজেপি সিদ্ধান্ত নেয়, বৃহস্পতিবার রাজ্যপালের সঙ্গে দেখা করবে তারা৷ সব মিলিয়ে শিবসেনা-বিজেপি টানাপোড়েন অব্যাহত৷ চুম্বকে এটাই মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি৷
advertisement
advertisement
অন্যদিকে শারদ পাওয়ারের এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা বিরোধী দলের আসনেই বসতে চায়৷ শিবসেনার সঙ্গে কোনও জোটে তারা যাবে না৷ দুদিনের মধ্যেই মহারাষ্ট্রের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে৷ সরকার গড়তে না-পারলে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা প্রবল৷ শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে রোটেশন হবে৷ আড়াই বছর বিজেপি-র মুখ্যমন্ত্রী থাকবে, আড়াই বছর থাকবে শিবসেনা৷ এই দাবি থেকে একচুলও নড়তে নারাজ শিবসেনা৷ বিজেপির তরফে এখনও কোনও প্রস্তাব আসেনি শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কাছে৷
advertisement
দুই দলই দাবি করছে, একটি সমঝোতায় চলে আসবে৷ এবং ৯ নভেম্বরের মধ্যেই সরকার গড়বে৷ কিন্তু ঠিক কী সমঝোতা হতে চলেছে, তা এখনও স্পষ্ট নয়৷ দেবেন্দ্র ফড়নবীশকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বার্তা নিয়ে আজ রাজ্যপাল ভগত্‍ সিং কোসিয়ারির সঙ্গে দেখা করবে বিজেপি৷
মহারাষ্ট্র ভোটে ১৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ বিজেপি৷ শিবসেনা পেয়েছে ৫৬টি আসন৷ সূত্রের খবর, সরকারে শিবসেনার ৫০-৫০ ভাগে রাজি বিজেপি৷ কিন্তু গোল বাঁধছে মুখ্যমন্ত্রী পদ নিয়ে৷ ওি পদেও শিবসেনা চাইছে ৫০-৫০৷ বিজেপি তা মানতে রাজি নয়৷ ইতিমধ্যে এনসিপি-র সঙ্গে কথা বলেছে শিবসেনা৷ যদিও কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধির সঙ্গে দেখা করার পর এনসিপি প্রধান শারদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, তাঁরা শিবসেনার সঙ্গে জোটে রাজি নন৷ কংগ্রেসের সঙ্গে বিরোধী আসনেই থাকবেন৷ কংগ্রেস ও এনসিপি জোট দায়িত্বশীল বিরোধীদলের ভূমিকা পালন করবে মহারাষ্ট্রে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: কেনাবেচা রুখতে বিধায়কদের রিসর্টে আটক শিবসেনার, মহারাষ্ট্রে জট কাটাতে আসরে গড়করি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement