নরেন্দ্র মোদিকে কোন প্রশ্ন করার কথা বললেন ওবামা, নির্মলা সীতারমন উগড়ে দিলেন ক্ষোভ
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
বারাক ওবামার মন্তব্যে বেজায় ক্ষুব্ধ, যা বললেন মোদি মন্ত্রিসভার অর্থমন্ত্রী- নির্মলা সীতারামন বলেন, "আজ ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছেন এবং সেখানকার মানুষের সামনে ভারতের কথা তুলে ধরেছেন, সেই সময় একজন প্রাক্তন প্রেসিডেন্ট ভারতীয় মুসলিমদের কথা বলছেন। এটা খুবই আশ্চর্য্যজক।"
কলকাতা : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কঠোর সমালোচনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকা সফরে যান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে ওবামা বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনায় ভারতের সংখ্যালঘুদের ওপর হামলার প্রসঙ্গ তোলা উচিত বর্তমান প্রেসিডেন্টের। সেই বক্তব্যেই ক্ষুব্ধ নির্মলা।
নয়াদিল্লিতে দলের সদর দফতরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আজ ভারতের প্রধানমন্ত্রী যখন আমেরিকা গিয়েছেন এবং সেখানকার মানুষের সামনে ভারতের কথা তুলে ধরেছেন, সেই সময় একজন প্রাক্তন প্রেসিডেন্ট ভারতীয় মুসলিমদের কথা বলছেন। এটা খুবই আশ্চর্যজনক।”
আরও দেখুন – Weather Alert: বঙ্গ জুড়ে বর্ষার দাপাদাপি শুরু, সকাল থেকেই কালো মেঘ, মেগা ওয়েদার অ্যালার্ট, দেখুন
advertisement
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, “আমি সতর্কতার সঙ্গে বলছি, আমরা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। অথচ তারা ভারতের ধর্মীয় সহিষ্ণুতার প্রসঙ্গ তুলছে। সম্ভবত, তাঁর আমলেই ৬ টি মুসলিম অধ্যুষিত দেশে ২৬ হাজার বোমা ফেলা হয়েছিল।” নির্মলার দাবি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এগুলো সবই উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত। তিনি বলেন, ” আইন শৃংখলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। প্রতিটি রাজ্যেই নির্বাচিত সরকার রয়েছে। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। হাতে কোনও তথ্য প্রমাণ এবং পরিসংখ্যান ছাড়াই এই ধরণের মন্তব্য করায় একটাই বিষয় স্পষ্ট হয় যে, এগুলোই সবই উদ্দেশ্য প্রণোদিত প্রচার।” কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, ধর্ম নির্বিশেষে সংখ্যালঘুরা দেশের মূল ধারার সঙ্গে যুক্ত।
advertisement
আরও পড়ুন – Road Accident: ওড়িশায় ফের মৃত্যুর কালো ছায়া, মারাত্মক পথ দুর্ঘটনা, মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন ক্ষতিপূরণ
আমেরিকা সফর শেষ করে ইজিপ্ট যান প্রধানমন্ত্রী মোদি। গত শনিবার তিনি মিশরের কায়রো বিমানবন্দরে পৌঁছন৷ তাঁকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন সে দেশের প্রধানমন্ত্রী মোস্তাফা৷ সেখানে মোদিকে গার্ড অফ অনারও দেওয়া হয় মিশর প্রশাসনের তরফে৷ রবিবার নরেন্দ্র মোদি দেখা করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি-র সঙ্গে৷ কায়রোয় অবস্থিত মিশরের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দুই রাষ্ট্রনেতার দীর্ঘক্ষণ বৈঠক হয়৷ সেখানেই মোদিকে মিশরের সর্বোচ্চ সম্মান ‘অর্ডার অফ দ্য নাইল’-এ ভূষিত করেন সেদেশের রাষ্ট্রপতি৷ গত ২৬ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে গিয়েছেন বলে সূত্রের খবর৷
advertisement
Rajib Chakraborty
Location :
Kolkata,West Bengal
First Published :
June 26, 2023 10:33 AM IST