Video:'বাবার কাছে ফোন আসে,গিয়ে দেখি নির্ভয়ার দেহ রক্তে ভাসছে!'ফ্ল্যাশব্যাকে ১৬ই ডিসেম্বরের রাত

Last Updated:
#নয়াদিল্লি: সেই রাত ছিল ভয়ঙ্কর৷ রাত ১১.৩০ নাগাদ ওর বাবার কাছে ফোন আসে পুলিশের থেকে৷ আমরা দু’জেন ছুটে যাই হাসপাতালে৷ গিয়ে দেখি আমাদের মেয়ে রক্তে ভাসছে৷ দেখে মনে হল যেন পশুর খাঁচা থেকে বার করে আনা হয়েছে নির্ভয়াকে৷ ধর্ষকদের ফাঁসির সাজার পর ১৬ ডিসেম্বরর ২০১২ রাতের মর্মান্তিক অভিজ্ঞার ফ্ল্যাশব্যাক হল নির্ভয়ার মায়ের কথায়৷ ধর্ষকদের ফাঁসির পর তার মুখোমুখি হল News18৷
ধর্ষকদের ফাঁসির পর তিনি খুশি৷ বলছেন যে অবশেষে মেয়ের ন্যায়বিচার হল৷ তবে সেইদিন ঠিক কী হয়েছিল উঠে এসেছে তার কথায়৷ তিনি জানিয়েছেন যে ১৬ই ডিসেম্বরের শীতের রাতে সফদরজং হাসপাতাল থেকে পুলিশ তাদের ফোন করেন৷ শুনেই তড়িঘড়ি ছুটে যান তারা৷ গিয়ে দেখতে পান যে মেয়ের শরীর রক্তে ভেসে যাচ্ছে৷ হাসপাতালের ইউনিফর্ম পরানো হয়েছিল নির্ভয়াকে৷ কিন্তু সেই পোশাক উপেক্ষা করেই রক্তে ভেসেছিল মেয়ের দেহ৷ সারা শরীরজুড়ে ছিল ক্ষতচিহ্ন৷ এমনকী কিছু জায়গায় মাংসও বেরিয়ে এসেছিল, জানিয়েছেন আশাদেবী৷
advertisement
কাউকে এই খবর আমরা জানানোর সময় পাইনি৷ দু’দিন ধরে হাসপাতালেই ছিলাম৷ বলছেন তিনি৷ খবর ছড়িয়ে পড়তেই তারপর একে একে সব আত্মীয় বন্ধুরা তাদের সঙ্গে যোগাযোগ করেন৷ শুরু হয় নির্ভয়ার চিকিৎসা৷ কিন্তু মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলা সম্ভব হত না তাদের ৷ কারণ নির্ভয়া খুব দুর্বল ছিলেন এবং চিকিৎসকরাও বেশি কথা না বলতে মানা করতেন৷ মেয়ের কী হয়েছে, কীভাবে হয়েছে, সেসবও জিজ্ঞাসা করতে বারণ করা হয়েছিল৷
advertisement
advertisement
মা বলছেন যে মেয়ের শরীরে নানা অস্ত্রোপচার হয়েছিল৷ রক্তও দেওয়া হয়েছিল৷ কিন্তু তা অনেক সময়ই নিতে পারেননি নির্ভয়া৷ শরীর থেকে সেই রক্ত বেরিয়ে আসত৷ চোখে-মুখেই স্পষ্ট ছিল ক্লান্তি ও ধকলের ছাপ৷ তাই এই অবস্থায় মেয়ের সঙ্গে সেভাবে কোনও কথাই হয়নি তাদের৷ ঠিক করে কথা বলতেও সমস্যা হত নির্ভয়ার বলছেন আশাদেবী৷ সেই সব দিনের স্মৃতি কখনও ভোলার নয়৷
advertisement
সেই সময় ছিল দুর্বিশহ৷ ছোট বাচ্চাদের ঘরে রেখেই নির্ভয়ার জন্য ছু়টেছেন তার মা ও বাবা৷ দু’দিন তারা বাড়িতে একলাই ছিল৷ কোনও খাবার জোটেনি তাদের৷ কারণ মেয়েকে হাসপাতালে দেখে মাথার ঠিক ছিল না নির্ভয়ার বাবা মায়ের৷ তার বুঝেই উঠতে পারছিলেন না কী করবেন৷ ২ দিন পর মেয়ের হুশ ফেরে, তখনই বাড়িতে বাচ্চাদের সঙ্গে যোগাযোগ করেন তারা৷ মেয়ের সঙ্গে কাটানো শেষ সময়ের স্মৃতি যেন এখনও টাটকা আশাদেবীর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Video:'বাবার কাছে ফোন আসে,গিয়ে দেখি নির্ভয়ার দেহ রক্তে ভাসছে!'ফ্ল্যাশব্যাকে ১৬ই ডিসেম্বরের রাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement