#নয়াদিল্লি: নির্ভয়া মামলায় দোষীদের ফাঁসির সাজা হয়েও যেন হচ্ছেন না৷ প্রতিবারই ফাঁসির দিন ঘোষণার পরও নানা অজুতাহে সেই সাজা এড়িয়ে যাচ্ছে ধর্ষকরা৷ নানা ছক কষে নিজের মক্কেলদের ফাঁসির সাজা থেকে বাঁচিয়ে দিচ্ছেন আইনজীবী এপি সিং৷ আইনের মারপ্যাচে ফাঁসির সাজা থেকে মুক্তি পেয়ে যাচ্ছে নির্ভয়ার ওপর অত্যাচার চালানো ধর্ষকরা৷ তবে শেষ পর্যন্ত ২০শে মার্চ ফাঁসির সাজা ঘোষণা করেছে দিল্লি আদালত৷ কিন্তু সেখানেও আবার দেখা গিয়েছে ধোঁয়াশা৷
কারণ এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের শরণাপন্ন হয়েছে বিনয় শর্মা৷ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের থেকে প্রাণ ভিক্ষার চেয়ে আবেদন জানিয়েছে সে৷ ফাঁসির সাজার বদলে যাবজ্জীবন সাজার আবেদন জানিয়ে আবেদন জানিয়েছেন ধর্ষকদের পক্ষে সওয়াল করা আইনজীবী এপি সিং৷ CrPC 432 এবং 433 ধারায় আবেদন জানিয়েছেন তিনি৷
চার-চারবার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পরও পিছিয়ে গিয়েছে দিন৷ হৃদ হয়েছে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি৷ এর আগে ৩রা মার্চ ফাঁসির কথা থাকলেও রাষ্ট্রপতির কাছে পবনের প্রাণভিক্ষার আবেদনে তা পিছিয়ে যায়৷ শেষ পর্যন্ত ২০শে মার্চ ফাঁসির দিন ঘোষণা করা হয়েছে৷ তার মধ্যেই আবার নতুন করে ছক কষতে শুরু করেছেন আইনজীবী এপি সিং৷ এখন মেয়ের ধর্ষকদের ফাঁসির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নির্ভয়ার বাবা-মা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirbhaya, Vinay sharma, নির্ভয়া কাণ্ড, বিনয় শর্মা