Nirbhaya Case: বিনয়েরও প্রাণভিক্ষা খারিজ রাষ্ট্রপতির কাছে, ৪ জনেরই ফাঁসি হচ্ছে
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মুকেশ সিং ৩২), পবন গুপ্তা (২৫), বিনয় কুমার শর্মা (২৬) ও অক্ষয় কুমার (৩১) তিহার জেলেই রয়েছে৷ কবে তাদের ফাঁসি হবে, তা এখনও অনির্দিষ্ট৷ পবন, বিনয় ও অক্ষয়ের হয়ে মামলা লড়ছেন আইনজীবী এ পি সিং৷
#নয়াদিল্লি: নির্ভয়ার গণধর্ষক-খুনি বিনয় শর্মারও প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ যার নির্যাস, ৪ জনেরই ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না৷ শুক্রবারই নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয় দিল্লির আদালত৷ আজই ফাঁসি হওয়ার কথা ছিল তাদের৷
মুকেশ সিং ৩২), পবন গুপ্তা (২৫), বিনয় কুমার শর্মা (২৬) ও অক্ষয় কুমার (৩১) তিহার জেলেই রয়েছে৷ কবে তাদের ফাঁসি হবে, তা এখনও অনির্দিষ্ট৷ পবন, বিনয় ও অক্ষয়ের হয়ে মামলা লড়ছেন আইনজীবী এ পি সিং৷ ৪ জনের মধ্যে একমাত্র মুকেশর সব আইনি জটিলতা মিটে গিয়েছে৷ তার ফাঁসি হবেই৷ রাষ্ট্রপতি থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতেই তার প্রাণভিক্ষার আবেদন বাতিল হয়েছে৷
advertisement
নির্ভয়ার মা আশাদেবীর কথায়, 'শেষ দেখে ছাড়ব৷ যত দিন না ওদের ফাঁসি হচ্ছে, লড়ে যাবো৷ এই অপরাধীদের বেঁচে থাকার কোনও অধিকারই নেই৷ এই সিস্টেমের জাঁতাকলে আমি ক্লান্ত৷ তবে লড়াই চালিয়ে যাবো৷'
advertisement
এর আগে ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার দোষীদের৷ পরে তা বাতিল হয়ে পয়লা ফেব্রুয়ারি হয়৷ এই নিয়ে দ্বিতীয় বার ফাঁসির তারিখ পিছোল৷
advertisement
দোষীদের আইনজীবী বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি স্থগিত রাখার আর্জি জানান। যুক্তি দেখান, বিনয় শর্মার প্রাণভিক্ষার আরজি নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। পাল্টা তিহার জেল কর্তৃপক্ষ দাবি করে, বাকি তিনজনকে ফাঁসিতে ঝোলানোই যেতে পারে। বিচারক অবশ্য তাতে সায় দেননি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2020 11:52 AM IST