#নয়াদিল্লি: নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসির তারিখ ঘোষিত হয়ে গেল৷ আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷ ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট৷
Tihar Jail official: We will seek service of a hangman from Meerut. We have proper arrangements at the jail to execute all the 4 convicts together. https://t.co/vaP53GaSp9
— ANI (@ANI) January 7, 2020
Nirbhaya convicts' lawyer AP Singh: We will file curative petition in SC within a day or two. 5 senior most judges of SC will hear it. There has been pressure of media,public&political pressure in this case since beginning. Unbiased probe could not take place in this case. pic.twitter.com/1BpNboDj2Z — ANI (@ANI) January 7, 2020
নির্ভয়ার মা আশা দেবীর কথায়, 'আমার মেয়ে এ বার ন্যায় বিচার পেল৷ এই ৪ জনের ফাঁসি এ দেশের নারীদের আরও শক্তিশালী করবে৷ আদালতের এই সিদ্ধান্ত দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়াল৷'
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের কথায়, 'দেশের প্রতিটি নাগরিকের জয়৷ ৭ বছর ধরে যে মা লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁকে আমি স্যালুট জানাচ্ছি৷ বিচারকদেরও ধন্যবাদ৷ এই ধর্ষকদের ৬ মাসের মধ্যে বিচার হওয়া উচিত৷'
মঙ্গলবার শুনানি চলাকালীন, দোষীদের কারও কোনও আবেদন দেশের কোনও আদালত ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অনুমোদনের জন্য পড়ে নেই৷ দোষীদের ফাঁসির সাজার পুনর্বিবেচনার আর্জিও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nirbhaya Case, Nirbhaya convicts