Nirbhaya Case: নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২২ জানুয়ারি, নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের

Last Updated:

নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসির তারিখ ঘোষিত হয়ে গেল৷ আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷ ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট৷ বিকল্প আইনি সাহায্য নিতে দোষীদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে৷

#নয়াদিল্লি: নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসির তারিখ ঘোষিত হয়ে গেল৷ আগামী ২২ জানুয়ারি সকাল ৭টায় তিহার জেলে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷ ফাঁসির নির্দেশ দিল পাতিয়ালা হাউস কোর্ট৷
advertisement
পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত বিচারক সতীশ কুমার অরোরা ফাঁসির আদেশ দিয়েছেন৷ নির্ভয়া কাণ্ডের দোষীদের আইনজীবী এ পি সিং জানিয়েছেন, তারা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করবেন৷ ভিডিও কনফারেন্সে ৪ দোষীকে আদালতের সামনে আনা হয়৷
advertisement
advertisement
নির্ভয়ার মা আশা দেবীর কথায়, 'আমার মেয়ে এ বার ন্যায় বিচার পেল৷ এই ৪ জনের ফাঁসি এ দেশের নারীদের আরও শক্তিশালী করবে৷ আদালতের এই সিদ্ধান্ত দেশের বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা বাড়াল৷'
দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালের কথায়, 'দেশের প্রতিটি নাগরিকের জয়৷ ৭ বছর ধরে যে মা লড়াই চালিয়ে যাচ্ছেন, তাঁকে আমি স্যালুট জানাচ্ছি৷ বিচারকদেরও ধন্যবাদ৷ এই ধর্ষকদের ৬ মাসের মধ্যে বিচার হওয়া উচিত৷'
advertisement
মঙ্গলবার শুনানি চলাকালীন, দোষীদের কারও কোনও আবেদন দেশের কোনও আদালত ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে অনুমোদনের জন্য পড়ে নেই৷ দোষীদের ফাঁসির সাজার পুনর্বিবেচনার আর্জিও সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nirbhaya Case: নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি ২২ জানুয়ারি, নির্দেশ পাতিয়ালা হাউস কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement