বর্ষবরণের আগে বানচাল আইএস-এর নাশকতার ছক, ধৃত ১০ সন্দেহভাজন

Last Updated:
#নয়াদিল্লি: টার্গেট ছিল একাধিক রাজনৈতিক ব্যক্তি ও সেলিব্রিটিরা। তাঁদেরকে হিটলিস্টে রেখেই দেশের একাধিক জায়গায় ফিদায়েঁ জঙ্গি হামলার ছক কষেছিল আইএসের নতুন মডিউল। বিভিন্ন ঘনবসতিপূর্ণ এলাকাগুলিও ছিল এই বিস্ফোরণের তালিকায় ।
আইএস-এর এই নয়া মডিউলের নাম ‘হরকত উল হার্ব এ ইসলাম’। বর্ষবরণের আগেই নাশকতার বড়সড় ছক কষেছিল ও দেশের নানা প্রান্তে হামলার প্ল্যান ছিল জঙ্গিগোষ্ঠীর , জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। দিল্লি ও উত্তরপ্রদেশের ১৬টি এলাকায় তল্লাশি চালিয়ে এই ১৬ জনকে আটক করেছে NIA। উত্তরপ্রদেশের আমরোহা থেকে আটক করা হয়েছে এই নয়া মডিউলের নেতা মুফতি সোহেলকেও । আমরোহার একটি মসজিদের কর্মী মুফতি । মুফতি ও সঙ্গীরা প্রত্যেকেই ফিদায়েঁ জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত।
advertisement
আজ এক সাংবাদিক সম্মেলনে NIA এর ইনস্পেকটর জেনারেল অলোক মিত্তল জানিয়েছেন আজ দিল্লির সিলামপুর ও উত্তরপ্রদেশের আমরোহা, মীরাট, হাপুর ও লখনউ-এ তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক, একটি দেশি রকেট লঞ্চার ও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী দল । এছাড়াও উদ্ধার হয়েছে নগদ ৭.৫ লক্ষ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ ।
advertisement
advertisement
মুফতি সহ ১০ জনকে গ্রেফতার করলেও আরও ৬ জন জঙ্গির খোঁজ চালিয়ে যাচ্ছে NIA ।
মূলতে রিমোট কন্ট্রোলের সাহায্যেই এই বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিগোষ্ঠী । বিদেশি এজেন্টের সঙ্গেও যোগসূত্রের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আইজি অলোক মিত্তল ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বর্ষবরণের আগে বানচাল আইএস-এর নাশকতার ছক, ধৃত ১০ সন্দেহভাজন
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement