NIA Raid For ISIS: ভারতে ISIS-এর হামলার ছক! ৪৪ জায়গায় হানা NIA-র, তটস্থ মহারাষ্ট্র-কর্ণাটক
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই সাতজনের কাছ থেকে IED, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আরও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এনআইএ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সাতজন বিভিন্ন জায়গায় ক্যামপ করে তরুণদের আইসিসে যোগ দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করত৷ শুধু তাই নয়, একাধিক নামী-অনামী জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করত এরা৷
নয়াদিল্লি: জঙ্গিগোষ্ঠী ISIS এর হামলার ছক। দেশজুড়ে মহারাষ্ট্র ও কর্ণাটক-সহ ৪৪টি জায়গায় চিরুণি তল্লাশি চালাল এনআইএ। ইতিমধ্যেই এই ঘটনায় ১৫ জন গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর৷ এই ৪৪টি জায়গার মধ্যে একটি কর্ণাটক ও দু’টি পুণে এলাকায় করা হয়েছে৷ ঠাণের গ্রামীণ এলাকার ৩১টি জায়গায় পৌঁছেছে এনআইএ৷ ঠাণে সিটির ৯টি জায়গায় চলেছে রেইড৷
গত মাসেই একটি ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে আইসিসের পুণে মডিউলের ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিল এনআইএ৷ আইসিসের সংগঠনকে আরও মজবুত করার জন্য ও দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষার জন্য বিভিন্ন জায়গায় থেকে নিজেদের তহবিলে টাকা সংগ্রহ করছিল এই অভিযুক্তেরা৷
আরও পড়ুন: অস্ত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা! বাঙালির লাল পাড় সাদা শাড়িতে ‘রণংদেহী’ মহুয়ার হুঙ্কার, ‘…তােদের চিতা আমি তুলবোই!’
এই সাতজনের কাছ থেকে IED, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আরও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এনআইএ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সাতজন বিভিন্ন জায়গায় ক্যামপ করে তরুণদের আইসিসে যোগ দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করত৷ শুধু তাই নয়, একাধিক নামী-অনামী জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করত এরা৷
advertisement
advertisement
আরও পড়ুন: সাংসদ পদ খারিজই হল মহুয়ার, কমিটির রিপোর্ট পেশের পরেই লোকসভা থেকে বহিষ্কার
এই সাতজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির UAPA, এক্সপ্লোসিভ সাবস্যান্টেসেস অ্যাক্ট, আর্মস অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়েছে৷ গত অক্টোবর মাসে, ISIS জঙ্গি শাহনওয়াজ আলমকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ৷ শাহনওয়াজ পুণে ISIS মডিউল সংক্রান্ত মামলার অন্যতম অভিযুক্ত ছিল৷ দীর্ঘদিন ধরেই এনআইএ-র খাতায় ‘ওয়ান্টেড’ ছিল সে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
December 09, 2023 12:32 PM IST