NIA Raid For ISIS: ভারতে ISIS-এর হামলার ছক! ৪৪ জায়গায় হানা NIA-র, তটস্থ মহারাষ্ট্র-কর্ণাটক

Last Updated:

এই সাতজনের কাছ থেকে IED, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আরও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এনআইএ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সাতজন বিভিন্ন জায়গায় ক্যামপ করে তরুণদের আইসিসে যোগ দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করত৷ শুধু তাই নয়, একাধিক নামী-অনামী জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করত এরা৷

নয়াদিল্লি: জঙ্গিগোষ্ঠী ISIS এর হামলার ছক। দেশজুড়ে মহারাষ্ট্র ও কর্ণাটক-সহ ৪৪টি জায়গায় চিরুণি তল্লাশি চালাল এনআইএ। ইতিমধ্যেই এই ঘটনায় ১৫ জন গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর৷ এই ৪৪টি জায়গার মধ্যে একটি কর্ণাটক ও দু’টি পুণে এলাকায় করা হয়েছে৷ ঠাণের গ্রামীণ এলাকার ৩১টি জায়গায় পৌঁছেছে এনআইএ৷ ঠাণে সিটির ৯টি জায়গায় চলেছে রেইড৷
গত মাসেই একটি ষড়যন্ত্র মামলার প্রেক্ষিতে আইসিসের পুণে মডিউলের ৭ জনের বিরুদ্ধে চার্জশিট গঠন করেছিল এনআইএ৷ আইসিসের সংগঠনকে আরও মজবুত করার জন্য ও দেশের বিভিন্ন প্রান্তে হামলার ছক কষার জন্য বিভিন্ন জায়গায় থেকে নিজেদের তহবিলে টাকা সংগ্রহ করছিল এই অভিযুক্তেরা৷
আরও পড়ুন: অস্ত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা! বাঙালির লাল পাড় সাদা শাড়িতে ‘রণংদেহী’ মহুয়ার হুঙ্কার, ‘…তােদের চিতা আমি তুলবোই!’
এই সাতজনের কাছ থেকে IED, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং আরও নানা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে এনআইএ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, এই সাতজন বিভিন্ন জায়গায় ক্যামপ করে তরুণদের আইসিসে যোগ দেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করত৷ শুধু তাই নয়, একাধিক নামী-অনামী জঙ্গির গা ঢাকা দেওয়ার ব্যবস্থাও করত এরা৷
advertisement
advertisement
আরও পড়ুন:  সাংসদ পদ খারিজই হল মহুয়ার, কমিটির রিপোর্ট পেশের পরেই লোকসভা থেকে বহিষ্কার
এই সাতজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির UAPA, এক্সপ্লোসিভ সাবস্যান্টেসেস অ্যাক্ট, আর্মস অ্যাক্টের আওতায় অভিযোগ আনা হয়েছে৷ গত অক্টোবর মাসে, ISIS জঙ্গি শাহনওয়াজ আলমকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ৷ শাহনওয়াজ পুণে ISIS মডিউল সংক্রান্ত মামলার অন্যতম অভিযুক্ত ছিল৷ দীর্ঘদিন ধরেই এনআইএ-র খাতায় ‘ওয়ান্টেড’ ছিল সে।
বাংলা খবর/ খবর/দেশ/
NIA Raid For ISIS: ভারতে ISIS-এর হামলার ছক! ৪৪ জায়গায় হানা NIA-র, তটস্থ মহারাষ্ট্র-কর্ণাটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement