পুলওয়ামা হামলার তদন্তে বিরাট সাফল্য, এনআইএ-এর হাতে কুখ্যাত জইশ জঙ্গি
- Published by:file 18 user
- news18 bangla
Last Updated:
এনআইএ-এর অভিযোগ, আইডি বানানো থেকে বিস্ফোরক মজুত করা, সবেতেই প্রত্যক্ষভাবে যুুক্ত ছিল শাকির বসির৷
#শ্রীনগর: এক বছরের মাথায় এল বড় সাফল্য৷ পুলওয়ামার আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দারের এক সহযোগীকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)৷ শাকির বসির নামে ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী জইশ ই মহম্মদের হয়ে কাজ করে আসছে৷ শুক্রবারই শাকিরকে এনআইএ-এর বিশেষ আদালতে তোলা হয়৷ তাঁকে ১৫ দিনের হেফাজতে নিয়েছে এনআইএ৷
এনআইএ-এর অভিযোগ, আইডি বানানো থেকে বিস্ফোরক মজুত করা, সবেতেই প্রত্যক্ষভাবে য়ুক্ত ছিল শাকির বসির৷ সে কথা জেরায় স্বীকারও করেছে শাকির, দাবি গোয়েন্দা সংস্থার৷ সংবাদসংস্থা সূত্রে খবর, জম্মু কাশ্মীর পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে এনআইএ৷ অপারেশন চলার সময়ে উপস্থিত ছিলেন জম্মু কাশ্মীর পুলিশের আইজি অনিল শুক্ল৷
এনআইএ সূত্রে জানা গিয়েছে ২২ বছর বয়সি শাকিরের একটি আসবাবের দোকান রয়েছে লেঠপোড়া সেতুর কাছে৷ ২০১৮ সালের ডিসেম্বর মাসে মহম্মদ উমর ফারুক নামক পাকিস্তানি জঙ্গি তাকে জইশের সঙ্গে পরিচিত করায়৷ ক্রমেই সক্রিয় হয়ে ওঠে সে৷ জেরার মুখে এ দিন শাকির জানিয়েছে, অস্ত্র আদানপ্রদান, বিস্ফোরকের মশলা জোগাড়ে সে সাহায্য করেছিল৷ শুধু তাইই নয়. আদিল দারকে আশ্রয়ও দিয়েছিল সে৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 29, 2020 2:43 PM IST