পাঠানকোটকাণ্ডে এনআইএ রিপোর্টে ‘অভ্যন্তরীণ’ যোগের তথ্য
Last Updated:
পাঠানকোটকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিল এনআইএ ৷ রিপোর্টে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ এনআইএ রিপোর্ট থেকে আরও পরিষ্কার হল পাঠানকোট হামলায় পাক মদতের তথ্য ৷ হামলার আগে সেনাঘাঁটিতে রীতিমত রেইকি চালিয়েছিল জঙ্গিরা ৷ গোয়েন্দাদের সন্দেহ, বিমানঘাঁটির ভেতর থেকে কেউ জঙ্গিদের সাহায্য করেছিল ৷
#পাঠানকোট: পাঠানকোটকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিল এনআইএ ৷ রিপোর্টে উঠে এল একাধিক চাঞ্চল্যকর তথ্য ৷ এনআইএ রিপোর্ট থেকে আরও পরিষ্কার হল পাঠানকোট হামলায় পাক মদতের তথ্য ৷ হামলার আগে সেনাঘাঁটিতে রীতিমত রেইকি চালিয়েছিল জঙ্গিরা ৷ গোয়েন্দাদের সন্দেহ, বিমানঘাঁটির ভেতর থেকে কেউ জঙ্গিদের সাহায্য করেছিল ৷
এনআইএ রিপোর্টে প্রকাশ, ২০১৫-য় দীনানগর হামলার সঙ্গে মিল রয়েছে পাঠানকোট হামলার ৷ উজ নদীর কাছে সীমান্ত পেরিয়ে ৩১ ডিসেম্বর রাতেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা ৷ এরপর খুনি নালার কাছে পুরো একটা দিন গা-ঢাকা দিয়েছিল ৷ ২০১৫-য় দীনানগর হামলার সময়ও ওই পথেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা ৷ ১ জানুয়ারি সন্ধ্যা ৭টার পর সীমান্তবর্তী ঝোপে থেকে বেরোয় জঙ্গিরা ৷ রাত সাড়ে ৯টা নাগাদ ট্যাক্সি ধরে জঙ্গিরা ৷ ট্যাক্সিচালক ইকাগার সিং ওই নির্দিষ্ট জায়গা থেকে সওয়ারি নিয়ে যাওয়ার জন্য পাকিস্তান থেকে ফোন পেয়েছিলেন ৷ টাকার অঙ্ক খুব বড় হওয়ায় রাজি হয়েছিলেন ইকাগার ৷ কিন্তু পরে সওয়ারিরা জঙ্গি বুঝে প্রতিবাদ করে সে ৷ নির্দেশ মতো কাজ না করায় খুন করা হয় ইকাগারকে ৷ কোলিয়ার কাছে ট্যাক্সিচালকের মৃতদেহ ফেলে রেখে ট্যাক্সি নিয়ে পালায় তারা ৷ প্রায় ৫ কিমি চলার পর ট্যাক্সি খারাপ হয়ে যাওয়ায় হাঁটতে শুরু করে জঙ্গিরা ৷ এরপর রাস্তায় গুরদাসপুরের এসপি-র গাড়ি দেখতে পেয়ে জোর করে গাড়ির দখল নেয় জঙ্গিরা ৷
advertisement
অন্যদিকে, বামিয়ালে গমখেতে পাওয়া ওই জুতোর দাগ, পাকিস্তানের ‘এপকট’ কোম্পানির বুটের দাগ ৷ জুতোর দাগ পরীক্ষার পর, তা জঙ্গিদের বলেই অনুমান গোয়েন্দাদের ৷
advertisement
Location :
First Published :
January 07, 2016 2:53 PM IST