সলবিন্দরের পর এবার তাঁর রাঁধুনির লাই ডিটেকশন করবে NIA
Last Updated:
গুরুদাসপুর এসপি সলবিন্দর সিংয়ের লাই ডিটেকশন টেস্টের পরও সন্তুষ্ট নয় এনআইএ ৷ ফের সলবিন্দরকে জেরা করবে এনআইএ ৷ এবার গুরসদাসপুর এসপি’র আচরণ সংক্রান্ত পরীক্ষা করবে NIA ৷ পাঠানকোট কাণ্ডে অসঙ্গত বক্তব্যের কারণে লাই ডিটেকশন টেস্ট করা হয় সলবিন্দর সিং-এর ৷
#নয়াদিল্লি: গুরুদাসপুর এসপি সলবিন্দর সিংয়ের লাই ডিটেকশন টেস্টের পরও সন্তুষ্ট নয় এনআইএ ৷ ফের সলবিন্দরকে জেরা করবে এনআইএ ৷ এবার গুরসদাসপুর এসপি’র আচরণ সংক্রান্ত পরীক্ষা করবে NIA ৷ পাঠানকোট কাণ্ডে অসঙ্গত বক্তব্যের কারণে লাই ডিটেকশন টেস্ট করা হয় সলবিন্দর সিং-এর ৷
এসপি সলবিন্দরের সঙ্গে সঙ্গে তার রাঁধুনি মদন গোপালকেও অপহরণ করেছিল জঙ্গিরা ৷ এনআইএ সূত্রে খবর, সলবিন্দরের রাঁধুনি মদন গোপালেরও লাই ডিটেকশন টেস্ট করতে চায় আধিকারিকরা ৷ চলতি সপ্তাহে এব্যাপারে আদালতের অনুমতি চাইবে এনআইএ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 21, 2016 12:54 PM IST

