GST : বিড়ি, সিগারেটের দাম হবে আকাশছোঁয়া! GST সংস্কার হলে দাম কমবে কোন কোন জিনিসের?
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
GST- পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা ভাবছে মোদি সরকার। দু'টি স্ল্যাব রাখা হবে GST-র। ৫% ও ১৮%। উঠে যেতে পারে ১২ শতাংশের স্ল্যাব।
কলকাতা : দেশবাসীর জন্য দিওয়ালির উপহার! তেমনই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণের সময় নরেন্দ্র মোদি জিএসটি সংস্কারের দাবি করেছিলেন।
পণ্য ও পরিষেবা কর (GST) কাঠামোয় বড়সড় পরিবর্তনের কথা ভাবছে মোদি সরকার। দু’টি স্ল্যাব রাখা হবে GST-র। ৫% ও ১৮%। উঠে যেতে পারে ১২ শতাংশের স্ল্যাব। আর তার সঙ্গে কিছু জিনিসের দাম কমতে পারে বলে জানা যাচ্ছে। তবে তামাকজাত দ্রব্য ও পান মশলার উপর ৪০% GST ধার্যের সুপারিশ করা হয়েছে।
advertisement
প্রস্তাব GST কাউন্সিলের কাছে পাঠানো হয়েছে ইতিমধ্যেই। সেপ্টেম্বর মাসে কাউন্সিলের দু’দিনের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। দীপাবলির আগেই দেশে আসছে ‘নেক্সট-জেনারেশন GST সংস্কার’, এমনটাই দাবি করেছিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘দীপাবলিতে দেশের জনগণকে একটি বড় উপহার দেব আমরা। গত আট বছরে আমরা ব্যাপক GST সংস্কার করেছি। কর ব্যবস্থা আরও সহজ করা হয়েছে। এবার নেক্সট-জেনারেশন GST সংস্কার বাস্তবায়িত করার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত।’
advertisement
advertisement
আরও পড়ুন- ভারতের স্বাধীনতা দিবস কেন ১৫ অগাস্ট পালিত হয়? এই ইতিহাস অনেকেরই সঠিক জানা নেই!
এই মুহুর্তের GST-এর পাঁচটি প্রধান স্ল্যাব রয়েছে – ০%, ৫%, ১২%, ১৮% ও ২৮%। পণ্যের ক্ষেত্রে ১২% ও ১৮% হার বেশি ব্যবহৃত হয়। নতুন প্রস্তাবে ১২% হার তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। সেই শ্রেণির পণ্যগুলি ৫% ও ১৮% ক্যাটেগরিতে আনার পরিকল্পনা করছে সরকার।
advertisement
স্বাস্থ্য ও জীবন বিমার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা নতুন GST কাঠামোয় আরও সুলভে পাওয়া যেতে পারে। তবে সবটাই নির্ভর করছে সেপ্টেম্বর মাসের GST কাউন্সিল বৈঠকের উপর। তবে মনে করা হচ্ছে এবার দীপাবলির আগেই নতুন স্ল্যাব কার্যকর করা হতে পারে। ধারণা করা হচ্ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ওষুধ, টেলিভিশন, ওয়াশিং মেশিনের মতো অনেক পণ্যের দামই কমবে। কৃষিতে ব্যবহৃত যন্ত্র, সাইকেল, এমনকী বিমা পরিষেবা ও শিক্ষা পরিষেবা সস্তা হতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 9:19 AM IST