উন্নয়ন নয় ! ‘হিন্দুত্ব’-কে হাতিয়ার করে ১৯-র নির্বাচনে জিতবে বিজেপি, মন্তব্য বিজেপি নেতার

Last Updated:

উন্নয়ন নয় ৷ নির্বাচনী লড়াইয়ে জড়িয়ে থাকে মানুষের ভাবাবেগও

#নয়াদিল্লি: উন্নয়ন নয় ৷ হিন্দুত্ব এবং দুর্নীতি রোধ ৷ এই দুই-কে হাতিয়ার করেই ২০১৪ সালের লোকসভা নির্বাচনে দেশের শাসক দলের আসনে বসেছিল বিজেপি ৷ মঙ্গলবার News18 India-তে বৈঠকে এমনটাই বললেন বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মণ্যম স্বামী ৷
তবে, ১৯-র নির্বাচনে হিন্দুত্ব ছাড়াও রাম মন্দির তৈরির ইস্যু নিয়েও লড়াই করবে বিজেপি ৷ আর তাতেই ফের সাধারণ মানুষের মনে জায়গা করে নেবে বিজেপি ৷ এ বিষয়ে একেবারেই আত্মবিশ্বাসী স্বামী ৷ তিনি বলেন, ‘অযোধ্যায় রাম মন্দির তৈরি করা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি ৷ ১৯-র নির্বাচনে এটিকেই হাতিয়ার করে লড়বে এই দলটি৷’
advertisement
একইসঙ্গে স্বামী আরও বলেন, ‘দেশে এমন অনেক ভুরি ভুরি উদাহরণ রয়েছে ৷ যারা দেশের উন্নয়নের জন্য কাজ করেও হেরে গিয়েছেন ৷ কারণ নির্বাচনে জেতার জন্য সবসময় উন্নয়ন নয় ৷ নির্বাচনী লড়াইয়ে জড়িয়ে থাকে মানুষের ভাবাবেগও ৷’
advertisement
২০১৯- নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগেই রাম মন্দির তৈরি করবে বিজেপি ৷ সেই বিষয়ে এদিন ইঙ্গিতও দিলেন স্বামী ৷ বলেন, ‘আমরা উন্নয়নকে হাতিয়ার করে জিতিনি আমরা ৷ হিন্দুত্ব ৷ এছাড়াও দেশ জুড়ে বেড়ে চলা দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছি আমরা ৷ তাই জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমাদের ভোট দিয়েছে ৷’
advertisement
এদিন রাফায়েল ডিল নিয়েও কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্বামী ৷ বলেন, ‘২০১৯-র নির্বাচনের আগে অনেক কংগ্রেস নেতাই জেলে যাবেন ৷ যদি কোনও কংগ্রেস নেতা রাফায়েল নিয়ে সমস্ত তথ্য জানতে চান ৷ তাহলে তাঁরা আদালত অবধি যেতেই পারেন ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
উন্নয়ন নয় ! ‘হিন্দুত্ব’-কে হাতিয়ার করে ১৯-র নির্বাচনে জিতবে বিজেপি, মন্তব্য বিজেপি নেতার
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement