কলকাতা: নিউজ18 রাইজিং ইন্ডিয়া সামিট (News 18 Rising India Summit)-এ প্রধানমন্ত্রীর কফি-টেবিল বই ভয়েস অফ ইন্ডিয়া (Voice of India-Modi and His Transformative Mann ki Baat)-র আনুষ্ঠানিক প্রকাশ করলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।
Hon'ble Vice President, Shri Jagdeep Dhankhar unveiled the Coffee Table Book “Voice of India-Modi and His Transformative Mann ki Baat” at the News 18 Rising India Summit in New Delhi today. pic.twitter.com/cloAMSU36H
— Vice President of India (@VPIndia) March 30, 2023
ট্যুইটটি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷
The most beautiful part about #MannKiBaat is the manner in which it celebrates grassroots level change makers. As this programme completes hundred episodes, I compliment efforts like the one by @CNNnews18 to acknowledge the people mentioned and the impact they have created. https://t.co/T6egxnw15D
— Narendra Modi (@narendramodi) March 31, 2023
৯৯তম মন কি বাতে ভারতের অগ্রসরে মহিলাদের অবদানকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, রাষ্ট্রসংঘের একটি শান্তি মিশনে ভারত শুধু মহিলা বাহিনীর জন্য একটি দল পাঠিয়েছিল। নারীরা সব ক্ষেত্রেই শক্তি প্রদর্শন করছেন। আজ, ভারতের যে নতুন একটি দৃষ্টিকোণ উদ্ভূত হচ্ছে, তাতে আমাদের নারী শক্তির অনেক বড় ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে আরও দামী হচ্ছে ওষুধ! কোন কোন ওষুধ আছে তালিকায় জেনে নিন আগে ভাগে
জাতির উদ্দেশ্য ভাষণে খোদ প্রধানমন্ত্রী বলেন, ‘‘নারী শক্তি ভারতের দেশগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাগাল্যান্ডে, ৭৫ বছরে প্রথমবারের মতো, দুই মহিলা বিধায়ক জয়লাভ করেন এবং তাঁরা বিধানসভায় জায়গা করে নিয়েছেন।’’
আরও পড়ুন: আর ফ্রি নয়! এবার থেকে UPI পেমেন্টেও দিতে হবে বাড়তি টাকা, ১ এপ্রিল থেকে চালু নতুন নিয়ম
বুধবার রাইজিং ইন্ডিয়ার মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, ‘‘আগামী ২০৪৭-এ ভারতের স্বাধীনতার শতবর্ষ। এই সময়ের মধ্যে সব ক্ষেত্রেই ভারত শ্রেষ্ঠ স্থান লাভ করবে। ১০ বছরে প্রতিরক্ষা এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জন করেছে ভারত। আর এর কৃতিত্ব তাঁদের, যাঁরা একদম মাঠে-ময়দানে নেমে কাজ করছেন।’’
'দ্য হিরোস অফ রাইজিং ইন্ডিয়া' থিম বিভিন্ন ক্ষেত্রকে আকর্ষিত করবে। এই মঞ্চেই যোগ দেন ২০ জন বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের স্বীকৃতি দেওয়া হবে। সমাজের প্রতি তাঁদের বিভিন্ন অবদানের কথাও তুলে ধরা হবে। এই অনুষ্ঠানে দেশের উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বক্তব্য রাখেন। দেশের বিদেশমন্ত্রীর এস জয়শঙ্কর 'দেশের G20 মুহূর্ত' নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে দেবেন। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্র থেকে প্রতিভাবান আরও বিভিন্ন ব্যক্তিত্ব এতে অংশ নেবেন। এই আলোচনা চত্রে থাকবেন ‘India Stack: Highway To Growth’, এই অনুষ্ঠানে থাকবেন দিলীপ আসবে (Dilip Asbe, NPCI), শশাঙ্ক কুমার (সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, DeHaat), বি.ভি.আর. সুব্রহ্মণ্যম (CEO, Niti Aayog) এবং কে. রাজারামন (Secretary, DoT)।
কর্পোরেট জগৎ থেকে থাকবেন বিবেক ত্যাগী (Chairperson of India Electronics and Semiconductor Association), শ্রীনাথ রবিচন্দ্রন (AgniCool Cosmos), আমান গুপ্ত (BOAT), তরুণ মেহতা (Ather) এবং অভয় ভুটাদাকে (Poonawalla Fincorp) অংশ নেবেন। ‘Made in India rising aspirations of young India’ এই বিষয়ে তাঁদের চিন্তাভাবনা শেয়ার করবেন।
ধনখড় বলেন, "প্রধানমন্ত্রী মোদির 'মন কি বাত' সফল হওয়ার কারণ জনগণের সঙ্গে এর নিরবচ্ছিন্ন সংযোগ। মোদির রেডিও সম্প্রচার 'মন কি বাত' ৩০ এপ্রিল তার ১০০তম সংস্করণ পূর্ণ করবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।