Petrol and Diesel Price: নবদম্পতিকে অবাক করা উপহার! বোতলে ভরে এ কী দিলেন বন্ধুরা?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার চেয়ুর গ্রামে এই ঘটনা ঘটেছে৷ গত ১৫ দিনে তামিলনাড়ুতে লিটার পিছু প্রায় ৯ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷
#চেন্নাই: দামের নিরিখে এখন মহার্ঘ্য দু'টি বস্তু৷ তাই অন্য কোনও উপহার না দিয়ে শেষ পর্যন্ত নবদম্পতিকে বিয়েতে বোতলে ভরে পেট্রোল এবং ডিজেলই উপহার দিলেন বন্ধুরা৷ সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার চেয়ুর গ্রামে এই ঘটনা ঘটেছে৷ গত ১৫ দিনে তামিলনাড়ুতে লিটার পিছু প্রায় ৯ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷ তামিলনাড়ুতে লিটার পিছু পেট্রোল বিক্রি হচ্ছে ১১০ টাকা ৮৫ পয়সায়৷ ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ৯৪ পয়সা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, কয়েকদিন আগেই গ্রেস কুমারের সঙ্গে বিয়ে হয় কিরথানা নামে এক যুবতীর৷ নবদম্পতির বন্ধুরাই এই অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা করেন৷
শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা এখন সোশ্যাল মিডিয়াতে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সামাজিক মাধ্যমে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মিম৷
advertisement
জ্বালানির দাম বাড়ার জেরে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও৷ তবে আমজনতার ভোগান্তি কমাতে এখনও সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগের কথা শোনা যায়নি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 08, 2022 1:24 PM IST