Petrol and Diesel Price: নবদম্পতিকে অবাক করা উপহার! বোতলে ভরে এ কী দিলেন বন্ধুরা?

Last Updated:

তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার চেয়ুর গ্রামে এই ঘটনা ঘটেছে৷ গত ১৫ দিনে তামিলনাড়ুতে লিটার পিছু প্রায় ৯ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷

নবদম্পতিকে উপহার তুলে দিচ্ছেন বন্ধুরা৷ Photo-ANI
নবদম্পতিকে উপহার তুলে দিচ্ছেন বন্ধুরা৷ Photo-ANI
#চেন্নাই: দামের নিরিখে এখন মহার্ঘ্য দু'টি বস্তু৷ তাই অন্য কোনও উপহার না দিয়ে শেষ পর্যন্ত নবদম্পতিকে বিয়েতে বোতলে ভরে পেট্রোল এবং ডিজেলই উপহার দিলেন বন্ধুরা৷ সম্প্রতি এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, তামিলনাড়ুর চেঙ্গালপট্টু জেলার চেয়ুর গ্রামে এই ঘটনা ঘটেছে৷ গত ১৫ দিনে তামিলনাড়ুতে লিটার পিছু প্রায় ৯ টাকা বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷ তামিলনাড়ুতে লিটার পিছু পেট্রোল বিক্রি হচ্ছে ১১০ টাকা ৮৫ পয়সায়৷ ডিজেলের দাম লিটার পিছু ১০০ টাকা ৯৪ পয়সা৷
advertisement
advertisement
জানা গিয়েছে, কয়েকদিন আগেই গ্রেস কুমারের সঙ্গে বিয়ে হয় কিরথানা নামে এক যুবতীর৷ নবদম্পতির বন্ধুরাই এই অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা করেন৷
শুধু তামিলনাড়ু নয়, গোটা দেশে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি এমন পর্যায়ে পৌঁছেছে যে তা এখন সোশ্যাল মিডিয়াতে হাসি ঠাট্টার বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সামাজিক মাধ্যমে পেট্রোল- ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে ছড়িয়ে পড়েছে নানা ধরনের মিম৷
advertisement
জ্বালানির দাম বাড়ার জেরে অগ্নিমূল্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও৷ তবে আমজনতার ভোগান্তি কমাতে এখনও সরকারের পক্ষ থেকে কোনও উদ্যোগের কথা শোনা যায়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Petrol and Diesel Price: নবদম্পতিকে অবাক করা উপহার! বোতলে ভরে এ কী দিলেন বন্ধুরা?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement