Narendra Modi: নিউ ইয়র্কের এই হোটেলে থাকছেন মোদি, এক রাতের ভাড়া কত জানেন? শুনলে ভিরমি খাবেন..

Last Updated:

এ তো গেল সাধারণ ঘরের ভাড়া৷ কিন্তু, পরিষেবা এবং ঘরের আয়তনের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়ে ভাড়াও৷ হোটেলটির ওয়েবসাইটের তথ্য বলছে এই হোটেলের পেন্ট হাউসের স্যুইটের এক রাতের ভাড়া সাড়ে ১২ লক্ষ৷

নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক থেকে দূরত্ব ১০-১২ মিনিট হবে৷ ম্যাডিসন অ্যাভিনিউর লটে নিউ ইয়র্ক প্যালেস৷ গত মঙ্গলবার থেকে এই হোটেলই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঠিকানা৷ ২০২৩ তো বটেই, এর আগে ২০১৪ এবং ২০১৯ সালেও যখন প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক গিয়েছিলেন, তখনও এই হোটেলই থেকেছিলেন তিনি৷ কিন্তু, জানেন কি, এই হোটেলে এক রাত থাকলে নূন্যতম কত টাকা খরচ হয় প্রতি রাতে? এই প্রতিবেদনে আমরা সেই কথাই জানব৷
জানা গিয়েছে, পাঁচ তারা এই হোটেলে মোট ৭৩৩টি গেস্ট রুম রয়েছে৷ রয়েছে স্যুইটে থাকার রাজকীয় ব্যবস্থাও। এলাহি বন্দোবস্ত, রাজকীয় পরিষেবা যুক্ত নিউ ইয়র্ক সিটির এই আইকনিক হোটেলের প্রত্যেকটা ঘর ঘর যেন একটা ছোট খাটো স্বর্গ৷ আপনি পকেট থেকে যত টাকা খসাতে পারবেন, আপনার জন্য থাকবে তত এলাহি আয়োজন৷
advertisement
advertisement
হোটেলের ওয়েবসাইটের দেওয়া তথ্য বলছে, এই হোটেলের কোনও ঘরের কিং সাইজ বিছানায় এক রাতের জন্য পিঠ ঠেকাতে হলে, আপনার পকেট থেকে খসতে পারে ভারতীয় মুদ্রায় ন্যূনতম ৪৮ হাজার টাকা থেকে।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের মাঝেই লোকসভায় নজর! নীতীশের মেগা বৈঠকে যোগ দিতে পটনায় মমতা-অভিষেক
এ তো গেল সাধারণ ঘরের ভাড়া৷ কিন্তু, পরিষেবা এবং ঘরের আয়তনের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়ে ভাড়াও৷ হোটেলটির ওয়েবসাইটের তথ্য বলছে এই হোটেলের পেন্ট হাউসের স্যুইটের এক রাতের ভাড়া সাড়ে ১২ লক্ষ৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে ২১-২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নরেন্দ্র মোদি৷ আজ, ২২ জুন আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজে আমন্ত্রিত তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: নিউ ইয়র্কের এই হোটেলে থাকছেন মোদি, এক রাতের ভাড়া কত জানেন? শুনলে ভিরমি খাবেন..
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement