দৃপ্ত হাতে লাঠির মাথায় বেঁধে নিচ্ছেন ছোরা, Man vs Wild-র বিশেষ এপিসোডে অন্যরূপে নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও
Last Updated:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে অন্য মেজাজে
#নয়াদিল্লি :সামনে লম্বা ঘাসের প্রান্তর সেটা পেরিয়ে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছেন ৷ নদির পাড়ে রেনকোট গায়ে স্মৃতিচারণা, কখনও আবার নিজের হাতেই লাঠির মাথায় বেঁধে নিচ্ছেন ছোরা---ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একেবারে অন্য মেজাজে ৷
মাত্র সতেরো বছর বয়সে ঘর ছেড়েছিলেন। বেশকিছুদিন কাটিয়েছিলেন হিমালয়ে। কেমন ছিল সেইসব দিন ? ম্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালক বিয়ার গ্রিলসকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে নিয়ে আরও অনেক অজানা কথা জানা যাবে ডিসকভারি চ্যানেলে বারোই অগাস্ট ম্যান ভার্সেস ওয়াইল্ডে, রাত নটায়। দ্বিতীয় ভিডিও প্রকাশ হতেই ভাইরাল।
advertisement
advertisement
প্রকাশ পেল ম্যান ভার্সেস ওয়াইল্ডের আরও একটি ভিডিও। বিয়ার গ্রিলসের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে এই অনুষ্ঠানের শুটিং। জঙ্গলে কীভাবে নিজের আত্মরক্ষা করতে হয়। সেবিষয়ে মোদিকে শেখান গ্রিলস। প্রধানমন্ত্রী বলেন জঙ্গলে কোনও বিপদ নেই। আমরা প্রকৃতির বিরুদ্ধে গেলেই বিপদের শুরু হয়। মানুষও তখন বিপজ্জনক হয়ে ওঠে।
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 09, 2019 11:26 PM IST