• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • CRICKET WATCH VIDEO REACTION OF VIRAT KOHLI WHEN HE HEARS HIS NAME FROM ROHIT SHARMA DD

রোহিতের মুখে নিজের নাম শুনে যা করলেন বিরাট কোহলি, দেখে নিন ভাইরাল ভিডিও

Photo- File

বিরাট কোহলি ও রোহিত শর্মা -র সম্পর্ক কি তলানিতে এসে ঠেকেছে , দু‘জনের মধ্যেই তিক্ততা নাকি চরমে

 • Share this:

  #গায়ানা : বিরাট কোহলি ও রোহিত শর্মা -র সম্পর্ক কি তলানিতে এসে ঠেকেছে , দু‘জনের মধ্যেই তিক্ততা নাকি চরমে ৷ বিশ্বকাপের পরেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সহ অধিনায়কের দ্বন্দ্বের খবর শিরোনাম জোগাড় করে নিয়েছিল ৷ এতে বিভিন্ন সময়ে ইন্ধন জুগিয়েছে নানা খবর ৷ আসরে নামতে হয়েছে ভারতীয় বোর্ডকে, মুখ খুলতে হয়েছে ৷

  ক্যারিবিয়ান সফরে যাওয়ার আগে বিরাট কোহলিও এই বিষয় নিয়ে মুখ খোলেন জানিয়ে দেন , এমন কিছুই হয়নি সমস্ত মিডিয়া রিপোর্টই ভুলভাল ৷ তবে ভারতীয় দলের ড্রেসিংরুমের একটি ভিডিও আসল সত্যিটা তুলে ধরল ৷

  আরও পড়ুন - Tik Tok ভিডিও তৈরির সময় WWE কুস্তিগিরের ঢঙে ভাইকে ব্যাপক মার বোনের, দেখুন ভাইরাল ভিডিও

  স্পেশাল একটা খেলা খেলছিলেন রবীন্দ্র জাডেজা ও রোহিত শর্মা ৷ রোহিত একটি করে ক্রিকেটারের নামের প্ল্যাকার্ড নিজে না দেখে জাডেজাকে দেখাচ্ছিলেন আর তিনি সেটা দেখে অভিনয় করে দেখাচ্ছিলেন জাডেজা ৷ এভাবেই বিরাটের নাম আসতে একেবারে সঠিক জবাব রোহিতের ৷ আর রোহিতের মুখে হঠাৎ নিজের নাম শুনে চমকে উঠলেন বিরাটও ৷ দেখে নিন ভিডিও ৷

  আরও দেখুন

  First published: