Exclusive | Sushmita Dev: কংগ্রেসের অন্দরে এখনও হিমন্তের স্পাই? অসমে বড় সম্ভাবনা দেখছেন তৃণমূলী সুস্মিতা!

Last Updated:

Sushmita Dev: সুস্মিতা দেবের অভিযোগ, 'অসম কংগ্রেসের মধ্যে এখনও হিমন্ত বিশ্বশর্মার লোকজন রয়ে গিয়েছে। তাই কংগ্রেসের পক্ষে অসমে লড়াই করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।'

#অসম: সদ্যই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। আর বিজেপি শাসিত অসম, ত্রিপুরায় যে তিনিই হতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেনাপতি, তাও দিনদিন স্পষ্ট হয়ে চলেছে। শিলচরের প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা মহিলা কংগ্রেসের সদ্য প্রাক্তন সভানেত্রী সুস্মিতা দেব ইতিমধ্যেই নিজের রাজ্য অসমে পা রেখে স্লোগান তুলেছেন, 'খেলা হবে'। কিন্তু কংগ্রেস কেন ছাড়লেন, তা এতদিন তেমন খোলসা করেননি সুস্মিতা। বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধির যুগলবন্দির স্বপ্নের কথা বলেছেন তিনি। তবে, এবার নিউজ 18 বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সুস্মিতা জানালেন অসমে কংগ্রেসের অন্দরের পরিস্থিতি। সুস্মিতার অভিযোগ, 'অসম কংগ্রেসের মধ্যে এখনও হিমন্ত বিশ্বশর্মার লোকজন রয়ে গিয়েছে। তাই কংগ্রেসের পক্ষে অসমে লড়াই করা কঠিন হয়ে দাঁড়াচ্ছে।'
এখানেই শেষ নয়, সুস্মিতা প্রশ্ন তোলেন, 'অসমে বিরোধীরা কোথায়? আমরা বিজেপির সঙ্গে আপোষ করেছি। কিন্তু তৃণমূল তা করবে না, অসমে তৃণমূল ভালো ফল করবে।' অসমের সঙ্গেসঙ্গেই তিনি তুলে এনেছেন ত্রিপুরার প্রসঙ্গও। ত্রিপুরাকে কংগ্রেস কোনও গুরুত্বই দেয়নি বলে অভিযোগ করেছেন প্রবাদপ্রতীম রাজনীতিক প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। তাঁর কথায়, 'মাত্র ২টি লোকসভা আসন থাকার জন্য কংগ্রেস ত্রিপুরাকে সবসময়ই ব্রাত্য করে রেখেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের ভাবনা অন্য। তাঁরা ত্রিপুরাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।'
advertisement
তবে, এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাহুল গান্ধির যুগলবন্দির কথা বলেছেন। তাঁর কথায়, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আগুন রয়েছে। দলের জন্য তাঁর আপ্রাণ প্রচেষ্টা বারবার সামনে এসেছে। তিনি নিজেকে প্রমাণ করেছেন। রাহুল গান্ধিরও দূরদৃষ্টি রয়েছে, তিনি আদর্শবাদী।' আর আগে অসমে দাঁড়িয়ে সুস্মিতা বলেছিলেন, 'আমার বাবা প্রয়াত সন্তোষ মোহন দেব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ একই।' তাই তৃণমূল নেত্রীর আদর্শেই পরবর্তী রাজনৈতিক জীবন এগিয়ে নিয়ে যেতে চান তিনি।
advertisement
advertisement
যদিও মমতার হাত ধরেছেন মানে এই নয় যে তিনি সোনিয়া গান্ধির হাত ছেড়েছেন, সেই বিষয়টিও বারবার স্পষ্ট করে দিয়েছেন সুস্মিতা দেব। ত্রিপুরা ও অসমকে হাতের তালুর মতো চেনেন তিনি। দুই রাজ্যে তাঁর জনপ্রিয়তাও তুমুল। আর এই দুই রাজ্যকেই আপাতত নিজেদের ক্ষমতা সম্প্রসারণের জন্য পাখির চোখ করেছে এ রাজ্যের শাসক দল তৃণমূল। ঠিক এমন সময়ে তৃণমূলের হয়ে সুস্মিতার উঠে আসাটা তাই রাজনৈতিকভাবেও বিশেষ তাৎপর্যপূর্ণ। সুস্মিতার মতো অভিজ্ঞ নেতাই যে এই দুই রাজ্যে পথ দেখাতে পারে, তা তৃণমূল খুব ভালোভাবেই বুঝেছে আর সেই মতোই তাঁকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive | Sushmita Dev: কংগ্রেসের অন্দরে এখনও হিমন্তের স্পাই? অসমে বড় সম্ভাবনা দেখছেন তৃণমূলী সুস্মিতা!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement