ট্রেনে বোতাম টিপলেই পাওয়া যাবে সাফাইকর্মী
Last Updated:
নয়া প্রযুক্তির সাহায্যে এবার রাজধানী ও দুরন্তের মতো প্রথম সারির ট্রেনগুলিতে সাফাইকর্মীদের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন যাত্রীরা ৷
#নয়াদিল্লি: নয়া প্রযুক্তির সাহায্যে এবার রাজধানী ও দুরন্তের মতো প্রথম সারির ট্রেনগুলিতে সাফাইকর্মীদের গতিবিধি সম্পর্কে জানতে পারবেন যাত্রীরা ৷ স্বচ্ছ ভারত অভিযানের আওতায় চালু হওয়া এই প্রযুক্তির সাহায্যে ট্রেনের কোন কামরায় কোন সাফাইকর্মী দায়িত্বে আছেন তা সহজে জানা যাবে ৷ ‘রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ডিভাইস’এর সাহায্যেই তা সম্ভব হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের কর্তারা। ইতিমধ্যেই পূর্ব রেলের শিয়ালদহ-রাজধানীতে এই বায়োমেট্রিক প্রযুক্তির সূচনা হয়েছে। রেল সূত্রে খবর, প্রতি কামরায় থাকবে এই যন্ত্র। যাত্রীরা তাতে বোতাম টিপলেই জানা যাবে, কোন কামরার দায়িত্বে কে আছেন। পাশাপাশি, সেই কর্মীর কাছে ফোনও যাবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2016 4:38 PM IST