চেক বাউন্স করলেই এবার কড়া শাস্তি, তৈরি নয়া আইন

Last Updated:
#নয়াদিল্লি: চেক বাউন্স নিয়ে নয়া আইন পাশ হল সংসদে ৷ এতদিন চেক বাউন্স করলে প্রতারকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার জন্য কোনও আইন ছিল না ৷ অনায়াসে নিয়মের ফাঁক গলে টাকা না মিটিয়েই পালিয়ে যেতে পারতেন যে কেউ ৷ সেই রাস্তাই এবার বন্ধ হবে কেন্দ্রের নয়া আইনে ৷
লোকসভার বাদল অধিবেশনে পাশ হয়ে গেল নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭ ৷ যা নতুন আইন তৈরির aপ্রথম ধাপ ৷ এই বিল অনুযায়ী নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট ১৮৮১-কে সংশোধন করে নতুন আইন তৈরি করা হবে, যাতে টাকা না থাকলেও চেক ইস্যু করলে ব্যবস্থা নেওয়া যায় ৷
নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭ অনুযায়ী এবার যদি কোনও লেনদেনের ক্ষেত্রে চেক বাউন্স করে তবে যিনি চেক ইস্যু করেছেন, তাঁর বিরুদ্ধে ট্রায়াল কোর্টে অভিযোগ দায়ের করা যাবে ৷ এরপর অভিযুক্তকে চেক ইস্যু করার ৬০ দিনের মধ্যে অন্তর্বর্তী ক্ষতিপূরণ হিসেবে মোট অর্থের ২০ শতাংশ আদালতে জমা করতে হবে ৷ আদালত সেই অর্থ দেবে অভিযোগকারীকে ৷ তবে বিশেষ ক্ষেত্রে আদালত জরিমানার অর্থের পরিমাণ বাড়িয়ে ১০০ শতাংশ এবং অর্থ প্রদানের সময়সীমা কমিয়ে ৩০ দিনও করতে পারে ৷
advertisement
advertisement
আরও পড়ুন 
মামলার শুনানির পর আদালত যদি চেক ইস্যু করেছেন যিনি তাঁকে মামলা থেকে অব্যহতি দেন তবে অভিযোগকারীকে সুদ সমেত সব টাকা ফেরত দিতে যা তিনি জরিমানা হিসেবে পেয়েছিলেন ৷ তবে এই বিল আইন হিসেবে লাগু হওয়ার আগে নেগোশিওবেল ইন্সট্রুমেন্ট (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৭-কে রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাশ করতে হবে ৷ কেন্দ্রের যুক্তি, এই আইন লাগু হলে চেকের মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রে জালিয়াতির প্রবণতা রোধ করা যাবে ৷ উল্লেখ্য, এই মুহূর্তে সারা দেশে চেক বাউন্স সংক্রান্ত ১৬ লক্ষ কেস আদালতে ঝুলছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চেক বাউন্স করলেই এবার কড়া শাস্তি, তৈরি নয়া আইন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement