corona virus btn
corona virus btn
Loading

বিশেষ LED আলোকসজ্জায় সেজে উঠল সংসদ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশেষ LED আলোকসজ্জায় সেজে উঠল সংসদ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অত্যন্ত কম বিদ্যুত খরচে এই আলোর বন্দোবস্ত করা হয়েছে, অন্য আলোর মোট বিদ্যুতের চেয়ে প্রায় এক পঞ্চমাংশ কম বিদ্যুতেই জ্বলবে এই আলোগুলি

  • Share this:

#নয়াদিল্লি: সংসদ ভবনে চালু করা হল নয়া 800 LED আলো। কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যাবে এই আলোর রঙ । সংসদ ভবনের শোভাবৃদ্ধি করার জন্যই এই বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে ।

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই LED আলোকসজ্জার উদ্বোধন করেছেন । অত্যন্ত কম বিদ্যুত খরচে এই আলোর বন্দোবস্ত করা হয়েছে, অন্য আলোর মোট বিদ্যুতের চেয়ে প্রায় এক পঞ্চমাংশ কম বিদ্যুতেই জ্বলবে এই আলোগুলি ।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্য সাংসদরাও । ২০১৭ সালে রাইসিনা হিলসের দক্ষিণ ও উত্তর ব্লকেও এই ধরনের আলোর বন্দোবস্ত করা হয়েছিল ।

First published: August 13, 2019, 10:01 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर