• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • নতুন কর কাঠামোয় যেসমস্ত কর ছাড় তুলে নিল সরকার, পড়ুন

নতুন কর কাঠামোয় যেসমস্ত কর ছাড় তুলে নিল সরকার, পড়ুন

নতুন আয়কর কাঠামোয় করছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি কর ছাড় তুলে নিল মোদি সরকার ৷

নতুন আয়কর কাঠামোয় করছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি কর ছাড় তুলে নিল মোদি সরকার ৷

নতুন আয়কর কাঠামোয় করছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি কর ছাড় তুলে নিল মোদি সরকার ৷

 • Share this:

  #নয়াদিল্লি: দেশের অর্থনীতি তলানিতে ৷ বাড়ছে বেকারত্বের হার ৷ এহেন পরিস্থিতিতে দুঃখ ভোলাতে নির্মলা সীতারমণের দাওয়াই আয়কর ছাঁটাই ৷ দেশে আর্থিক ঝিমুনির আবহে শর্তসাপেক্ষে আয়করে বিপুল ছাড়ের ঘোষণা ৷এই প্রথম দেশে দুরকম কর কাঠামোর মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ ৷ প্রথমবার দেশে দু’রকমের কর কাঠামো ৷ এক হাতে আয়করের উর্ধ্বসীমা বাড়িয়ে অন্য হাতে অধিকাংশ কর ছাড় তুলে নিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷

  বাড়ল আয়করের উর্ধ্বসীমা ৷ অর্থমন্ত্রীর ঘোষণা, পাঁচ লাখ টাকা পর্যন্ত আগের মতোই দিতে হবে না কোনও কর ৷ ৫ লাখ থেকে ৭.৫ লাখ আয়ে ২০ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ১০ শতাংশ ৷ ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ ৷ আগে এই ট্যাক্স স্ল্যাবে আয়কর দিতে হত ১০ -১২.৫ লাখ আয়ে দিতে হবে মাত্র ২০ শতাংশ ৷ ১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর ৷ ১৫ লক্ষের বেশি আয়ে কর ৩০ শতাংশ ৷ এর ফলে ১৫ লক্ষের আয়ে বাঁচবে ৭৮ হাজার টাকা ৷ একইসঙ্গে অর্থমন্ত্রী সীতারমনের ঘোষণা, নতুন কর কাঠামোয় নতুন নিয়ম ৷ নয়া হারে কর দিলে মিলবে না কোনও কর ছাড় ৷ তবে পুরনো কর পরিকাঠামো অনুসারে কর দিলে আয়করদাতারা আগের মতোই ট্যাক্স ছাড় পাবেন ৷

  নতুন আয়কর কাঠামোয় করছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি কর ছাড় তুলে নিল মোদি সরকার ৷ বাজেটে নির্মলা সীতারমনের ঘোষণা অনুযায়ী, নয়া কর কাঠামো বেছে নিলে যেসব ক্ষেত্রে আর কর ছাড় মিলবে না তা হল-

  - লিভ ট্রাভেল অ্যালায়েন্স খাতে আর করছাড় পাবেন না বেতনভোগীরা ৷ কোম্পানির নীতি অনুযায়ী চাকুরিজীবীরা চার বছরে দুবার LTA খাতে টাকা পেতেন ৷

  - সাধারণত বেতনভোগী কর্মচারীদের মাসমাইনের একটি অংশই হল হাউস রেন্ট অ্যালায়েন্স বা গৃহঋণ ৷ বাড়ি ভাড়ায় আর করছাড় মিলবে না ৷

  - ৫০ হাজার টাকার অবধি বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন মিললেও নয়া ব্যবস্থায় এই সুবিধে থাকছে না

  -সেকশন ১৬-এর অন্তর্ভুক্ত প্রফেশনাল ট্যাক্স কাটালেও মিলবে না কর ছাড় ৷ বিনোদন খাতে পাওয়া ভাতাও আর থাকছে না কর ছাড়ের আওতায় ৷

  - সেকশন ২৪-এর অন্তর্ভুক্ত, হোম লোন শোধ করার সময় সুদেও মিলবে না আর কর ছাড় ৷

  - এতদিন পরিবারের পেনশনে সেকশন ৫৭-এর ক্লজ (iia) আওতায় ১৫ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যেত ৷ তা এবার বিলোপ করা হল৷

  - সেকশন ৮০সি আওতায় যে কর ছাড় এতদিন মিলত তা তুলে নিল সরকার ৷ এর মধ্যে ELSS, NPS, PPF -এর মতো বিনিয়োগ রয়েছে ৷

  - সেকশন ৮০ডি-এ অনুযায়ী মেডিক্যাল ইনসিওরেন্স প্রিমিয়াম উপর যে কর ছাড় মিলত নয়া কর কাঠামোয় আর তা মিলবে না ৷

  -সেকশন ডিডি এবং সেকশন ডিডিবি-এর আওতায় ডিসেবিলিটি উপর পাওয়া ট্যাক্স বেনিফিট আর কর মুক্ত নয় ৷

  - সেকশন ৮০জি-এর আওতাভুক্ত কোনও স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ চ্যারিটেবল ইনস্টিটিউশনে দেওয়া অর্থেও আর মিলবে না কর ছাড়

  - নতুন কর কাঠামোয় section 80CCC, 80CCD, 80D, 80DD, 80DDB, 80E, 80EE, 80EEA, 80EEB, 80G, 80GG, 80GGA, 80GGC, 80IA, 80-IAB, 80-IAC, 80-IB, 80-IBA- আর কর ছাড় মিলবে না ৷

  নয়া কর কাঠামোয় কত আয়কর দিতে হবে, হিসেব করুন এখানে

  Published by:Elina Datta
  First published: