New handbag rule: নেওয়া যাবে একটিই হ্যান্ডব্যাগ, কত ওজনের? ভারতে বিমানযাত্রায় চালু নতুন নিয়ম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যেহেতু বিমানবন্দরগুলিতে যাত্রী চাপ ক্রমশ বাড়ছে, তাই বিমানে ওঠার আগে যাত্রীদের তল্লাশির সময় কমিয়ে আনতে হ্যান্ড ব্যাগ পলিসিতে বদল এনেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন এবং বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ৷
কলকাতা: ভারতে বিমানযাত্রার জন্য নতুন হ্যান্ডব্যাগ পলিসি প্রকাশ করল ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন৷ নতুন এই নিয়মগুলি সম্পর্কে অবহিত না থাকলে বিমানবন্দরে পৌঁছনোর পর সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের৷
যেহেতু বিমানবন্দরগুলিতে যাত্রী চাপ ক্রমশ বাড়ছে, তাই বিমানে ওঠার আগে যাত্রীদের তল্লাশির সময় কমিয়ে আনতে হ্যান্ড ব্যাগ পলিসিতে বদল এনেছে ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন এবং বিমানবন্দরগুলিতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ৷ নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে একজন যাত্রী শুধুমাত্র একটি হ্যান্ডব্যাগ নিয়েই বিমানে উঠতে পারবেন৷ অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক- দুই ধরনের বিমানযাত্রার ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে৷ একটির বেশি হ্যান্ডব্যাগ থাকলেই তা চেক ইন প্রক্রিয়ার মধ্যে পড়বে৷
advertisement
advertisement
কত ওজনের হ্যান্ডব্যাগ নিতে পারবেন যাত্রীরা?
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, যে সমস্ত যাত্রীরা ইকোনমি অথবা প্রিমিয়াম ক্লাসে যাত্রা করবেন, তাঁরা সর্বাধিক ৭ কেজি ওজনের একটি হ্যান্ডব্যাগ নিয়েই বিমানে উঠতে পারবেন৷ যদিও ফার্স্ট ক্লাস অথবা বিজনেস ক্লাসের যাত্রীরা ১০ কেজি পর্যন্ত ওজনের একটি হ্যান্ডব্যাগ নিতে পারবেন৷ হ্যান্ডব্যাগের সর্বাধিক মাপ হতে হবে ৫৫ সেন্টিমিটার (২১.৬ ইঞ্চি) উচ্চতা, ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) দৈর্ঘ্য এবং ২০ সেন্টিমিটার (৭.৮ ইঞ্চি) প্রস্থের মধ্যে৷
advertisement
কারা পাবেন ছাড়?
যদি হ্যান্ডব্যাগের ওজন এবং মাপ নির্ধারিত সীমার বাইরে যায়, সেক্ষেত্রে যাত্রীদের অতিরিক্ত চার্জ দিতে হতে পারে৷ তবে ২ মে, ২০২৪-এর আগে যে সমস্ত যাত্রীরা বিমানের টিকিট কেটেছেন, তাঁরা ছাড় পাবেন৷ ২ মে, ২০২৪-এর আগে টিকিট কেটে থাকলে ইকনমি ক্লাসের যাত্রীরা ৮ কেজি, প্রিমিয়াম ক্লাসের যাত্রীরা ১০ কেজি এবং বিজনেস ক্লাসের যাত্রীরা ১২ কেজি ওজনের হ্যান্ডব্যাগ নিয়ে বিমানে উঠতে পারবেন৷
advertisement
ইন্ডিগো বিমান সংস্থাও নিজেদের যাত্রীদের সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ডব্যাগ নিয়ে বিমানে উঠতে দেয়৷ এর সঙ্গে যাত্রীদের একটি ছোট ল্যাপটপ ব্যাগ বা লেডিজ পার্সের মতো ছোট ব্যাগ (সর্বাধিক ৩ কেজি ওজনের) নেওয়ার অনুমতি দেয় ইন্ডিগো৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 24, 2024 5:51 PM IST