#নয়াদিল্লি: করোনার ভাইরাস সঙ্কটের সঙ্গে এখনও লড়াই করে চলেছে গোটা দেশ ৷ তবে আনলক ১ আসতে আসতে বেশ কিছু ছাড় দেওয়া শুরু করেছে সরকার ৷ খুলেছে সরকারি দফতরও ৷ তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে অফিসে এসে কাজ করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সরকারি দফতরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ নতুন নির্দেশিকায় সেই সমস্ত কর্মীদের অফিসে আসতে বলা হয়েছে যাদের মধ্যে করোনার কোনও লক্ষণ নেই ৷
জেনে নিন বিস্তারিত নিয়ম-
১) সর্দি-কাশি বা জ্বর হলে বাড়ি থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷
২) কন্টেইনমেন্ট জোনে সরকারি কর্মী বা আধিকারিকদের বাড়ি হলে তাঁদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে ৷
৩) দিনে ২০ জনের বেশি কর্মী বা আধিকারিকরা কাজ করবেন না ৷ এর জন্য রোস্টার তৈরি করা হবে ৷ বাকিরা বাড়ি থেকেই কাজ করবেন ৷
৪) একটি ক্যাবিন দু’জনের হলে, এক দিন একজন, অন্যদিন আরেকজন আসবেন ৷
৫) অফিসে থাকাকালীন পুরো সময় মাস্ক পরে থাকতে হবে ৷ যদি কেউ মাস্ক না পরেন, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে ৷
৬) সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ৷
৭) নিজের কম্পিউটার এবার থেকে আধিকারিকরা নিজেরাই পরিষ্কার করবেন ৷
৮) যতটা সম্ভব সামনা সামনি বসে বৈঠক করা এড়িয়ে চলতে হবে ৷