বাংলাকে টেক্কা, রেলওয়ে স্টেশনের স্বচ্ছতার লড়াইতে মান রাখল শুধু সাঁতরাগাছি ও নিউ ফরাক্কা

Last Updated:

স্বচ্ছতার বিচারে পিছিয়ে বাংলার একাধিক স্টেশন

#কলকাতা: স্বচ্ছতার বিচারে পিছিয়ে বাংলার একাধিক স্টেশন। সাবারবান গ্রুপ ক্যাটাগোরিতে প্রথম দশের মধ্যে স্থান পেল একমাত্র সাঁতরাগাছি। নন-সাবারবান গ্রুপে প্রথম দশে একমাত্র নিউ ফরাক্কা।
দেশজুড়ে বিভিন্ন স্টেশন পরিস্কার করতে উদ্যোগ নিয়েছে রেল। বিভিন্ন জোনের ডিআরএম, স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছিল সচেতনতা বাড়াতে। কিন্তু তাতে যে কাজের কাজ হয়নি, তার প্রমাণ উঠে এল সমীক্ষাতেই।
: পরিচ্ছন্নতা, যাত্রীদের মতামত, পার্কিং, ওয়েটিং রুমের অবস্থার নিরিখে স্টেশনগুলিকে দু'ভাগে ভাগ করা হয়। সাবারবান ও নন সাবারবান।
advertisement
advertisement
সাবারবান গ্রুপ ক্যাটাগোরিতে প্রথম দশের মধ্যে পাঁচ নম্বরে সাঁতরাগাছি স্টেশন। নন সাবারবান গ্রুপে তিন নম্বরে রয়েছে নিউ ফরাক্কা৷
নিউ জলপাইগুড়ি, মালদহ জংশন, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, খড়গপুরের মত বিভিন্ন বড় স্টেশনের হাল বেশ খারাপ। প্রথম একশোর মধ্যেই জায়গা হয়নি অনেকের। স্বচ্ছ্বতার বিচারে প্রথম হয়েছে উত্তরপশ্চিম রেল। সাত নম্বরে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দক্ষিণ-পূর্ব রেল রয়েছে ১৫ নম্বরে।
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলাকে টেক্কা, রেলওয়ে স্টেশনের স্বচ্ছতার লড়াইতে মান রাখল শুধু সাঁতরাগাছি ও নিউ ফরাক্কা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement