বাংলাকে টেক্কা, রেলওয়ে স্টেশনের স্বচ্ছতার লড়াইতে মান রাখল শুধু সাঁতরাগাছি ও নিউ ফরাক্কা
Last Updated:
স্বচ্ছতার বিচারে পিছিয়ে বাংলার একাধিক স্টেশন
#কলকাতা: স্বচ্ছতার বিচারে পিছিয়ে বাংলার একাধিক স্টেশন। সাবারবান গ্রুপ ক্যাটাগোরিতে প্রথম দশের মধ্যে স্থান পেল একমাত্র সাঁতরাগাছি। নন-সাবারবান গ্রুপে প্রথম দশে একমাত্র নিউ ফরাক্কা।
দেশজুড়ে বিভিন্ন স্টেশন পরিস্কার করতে উদ্যোগ নিয়েছে রেল। বিভিন্ন জোনের ডিআরএম, স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছিল সচেতনতা বাড়াতে। কিন্তু তাতে যে কাজের কাজ হয়নি, তার প্রমাণ উঠে এল সমীক্ষাতেই।
: পরিচ্ছন্নতা, যাত্রীদের মতামত, পার্কিং, ওয়েটিং রুমের অবস্থার নিরিখে স্টেশনগুলিকে দু'ভাগে ভাগ করা হয়। সাবারবান ও নন সাবারবান।
advertisement
advertisement
সাবারবান গ্রুপ ক্যাটাগোরিতে প্রথম দশের মধ্যে পাঁচ নম্বরে সাঁতরাগাছি স্টেশন। নন সাবারবান গ্রুপে তিন নম্বরে রয়েছে নিউ ফরাক্কা৷
নিউ জলপাইগুড়ি, মালদহ জংশন, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, খড়গপুরের মত বিভিন্ন বড় স্টেশনের হাল বেশ খারাপ। প্রথম একশোর মধ্যেই জায়গা হয়নি অনেকের। স্বচ্ছ্বতার বিচারে প্রথম হয়েছে উত্তরপশ্চিম রেল। সাত নম্বরে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দক্ষিণ-পূর্ব রেল রয়েছে ১৫ নম্বরে।
advertisement
আরও দেখুন
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2019 12:15 PM IST