Nephew Killed Uncle: কাকির সঙ্গে অবৈধ প্রেম, গুলি করে কাকাকেই সরিয়ে দিল ভাইপো! বিস্তারিত জানুন

Last Updated:

Nephew Killed Uncle: হত্যাকাণ্ডের পর ভাইপো পালানোর চেষ্টা করলে আশপাশের গ্রামবাসী চোর ভেবে ধরে ফেলে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গুলি করে সে রিভলভার ও ছুরি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল।

কাকির সঙ্গে অবৈধ প্রেম, গুলি করে কাকাকেই সরিয়ে দিল ভাইপো! বিস্তারিত জানুন
কাকির সঙ্গে অবৈধ প্রেম, গুলি করে কাকাকেই সরিয়ে দিল ভাইপো! বিস্তারিত জানুন
জোনপুর: উত্তর প্রদেশের জোনপুর জেলায় দীপাবলির রাতে চাচাকে গুলি করে হত্যা করল ভাইপো। গুলি লাগার সাথে সাথে চাচা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনা জেলার রামপুর থানা এলাকার। এই হত্যাকাণ্ডে পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী।
গ্রামবাসী ধরে আনে হত্যাকারীকে: পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ভাইপো পালানোর চেষ্টা করলে আশপাশের গ্রামবাসী চোর ভেবে ধরে ফেলে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গুলি করে সে রিভলভার ও ছুরি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। গ্রামবাসীদের সহযোগীতায় সেটা সম্ভব হয়নি।
advertisement
advertisement
প্রেমের জটিলতায় হত্যাকাণ্ড: পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ভাইপো ও তার চাচার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদের মূলে ছিল একজন মেয়ে। মৃত চাচা সেই মেয়ের সাথে ভাইপোর বিয়ে দিতে চাইতেন না। এই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
চাচার বউয়ের সাথে প্রেমের সম্পর্ক: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইপোর না কি  চাচার বউয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চাচা এই সম্পর্কের বিরোধিতা করতেন। এই কারণেই ভাইপো এই চরম পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কাঁটা সরিয়ে দিলেই আর সমস্যা নেই বলে ভেবেছিল সে৷ উল্টে ফেঁসে গেল৷
advertisement
পুলিশের তদন্ত চলছে: এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার সত্যতা জানতে আরও তদন্ত চালিয়ে যাওয়া হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
Nephew Killed Uncle: কাকির সঙ্গে অবৈধ প্রেম, গুলি করে কাকাকেই সরিয়ে দিল ভাইপো! বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement