Nephew Killed Uncle: কাকির সঙ্গে অবৈধ প্রেম, গুলি করে কাকাকেই সরিয়ে দিল ভাইপো! বিস্তারিত জানুন
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Nephew Killed Uncle: হত্যাকাণ্ডের পর ভাইপো পালানোর চেষ্টা করলে আশপাশের গ্রামবাসী চোর ভেবে ধরে ফেলে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গুলি করে সে রিভলভার ও ছুরি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল।
জোনপুর: উত্তর প্রদেশের জোনপুর জেলায় দীপাবলির রাতে চাচাকে গুলি করে হত্যা করল ভাইপো। গুলি লাগার সাথে সাথে চাচা ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনা জেলার রামপুর থানা এলাকার। এই হত্যাকাণ্ডে পরিবারে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায় গ্রামবাসী।
গ্রামবাসী ধরে আনে হত্যাকারীকে: পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের পর ভাইপো পালানোর চেষ্টা করলে আশপাশের গ্রামবাসী চোর ভেবে ধরে ফেলে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গুলি করে সে রিভলভার ও ছুরি নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল। গ্রামবাসীদের সহযোগীতায় সেটা সম্ভব হয়নি।
আরও পড়ুন: ট্রেনের টিকিটে ‘এই’ কোড থাকলেই বুঝবেন তা নিশ্চিত হওয়ার সম্ভাবনা কম! আগে থেকে সতর্ক হয়ে যান
advertisement
advertisement
প্রেমের জটিলতায় হত্যাকাণ্ড: পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ভাইপো ও তার চাচার মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই বিবাদের মূলে ছিল একজন মেয়ে। মৃত চাচা সেই মেয়ের সাথে ভাইপোর বিয়ে দিতে চাইতেন না। এই কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।
চাচার বউয়ের সাথে প্রেমের সম্পর্ক: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভাইপোর না কি চাচার বউয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। চাচা এই সম্পর্কের বিরোধিতা করতেন। এই কারণেই ভাইপো এই চরম পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। কাঁটা সরিয়ে দিলেই আর সমস্যা নেই বলে ভেবেছিল সে৷ উল্টে ফেঁসে গেল৷
advertisement
আরও পড়ুন: বান্ধবীকে মুম্বই থেকে পাটনায় ডাকে প্রেমিক, বিহারে অত্যাচারের শিকার হাওড়ার যুবতী! বিস্তারিত জানুন
পুলিশের তদন্ত চলছে: এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনার সত্যতা জানতে আরও তদন্ত চালিয়ে যাওয়া হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2024 11:20 PM IST