Nepal Plane Crash: স্বামী মারা গিয়েছিলেন প্লেন ক্র্যাশে, এদিনের উড়ানের পর প্রমোশন পেতেন স্ত্রী, কিন্তু সব শেষ...

Last Updated:

এই বিমান প্রধান পাইলট কমল কেসি, তাঁর কো পাইলট অঞ্জু খাতিবডা ওড়াচ্ছিলেন৷

Nepal Plane Crash
Nepal Plane Crash
#পোখরা:  নেপাল প্লেন ক্র্যাশের পর গোটা বিমানের কাউকে বাঁচানো যায়নি৷ পোখরা আন্তর্জাতিক এয়ারপোর্টে ১৫ জানুয়ারি ল্যান্ডিংয়ের ১০ সেকেন্ডের আগে ইয়েতি এয়ারলাইন্স বিমানের ATR-72 দুর্ঘটনাগ্রস্ত (Yeti Airlines Plane Crash) হয়ে যায়৷ এই ফ্লাইটে ৪ ক্রু  সদস্য, ৫ ভারতীয় সমেত ৭২ যাত্রীই মারা যান৷ এই প্লেন পোখরা থেকে কাটমান্ডু যাচ্ছিল৷
এই বিমান দুর্ঘটনায় সমস্ত যাত্রীরা মারা যাওয়ার আশঙ্কাই বহাল রয়েছে৷ এখনও অবধি ৬৮ জনের শবদেহ উদ্ধার করা হয়েছে৷ এই বিমান প্রধান পাইলট কমল কেসি, তাঁর কো পাইলট অঞ্জু খাতিবডা ওড়াচ্ছিলেন৷ কমল কেসি এয়ার ক্রাফট পাইলট হিসেবে ৩৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন৷ তিনি অ্যাভিয়েশন সেক্টর নিজের কেরিয়ারে প্রচুর পাইলটকে শিক্ষা দিয়েছেন৷
advertisement
advertisement
ইয়েতি এয়ারলাইন্সের ATR-72 এয়ারক্রাফটের কো পাইলট অঞ্জু খতিবডা -র গল্প প্রচুর মানুষকে ভাবুক করে দেয়৷  এই বিমানের সঠিক ল্যান্ডিং করলেই তাঁর প্রমোশন হত৷  অর্থাৎ তিনি কো পাইলট থেকে ক্যাপ্টেন হতেন৷ অর্থাৎ চিফ পাইলট  হতেন - যাতে অন্তত ১০০ ঘণ্টার বিমান উড়ানের অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷
advertisement
অঞ্জু এর আগে নেপালে প্রায় সমস্ত বিমানস্থলে সফলতার সঙ্গে প্লেনের ল্যান্ডিং করিয়েছেন৷ নেপালি মিডিয়ার মত অনুসারে কাটমান্ডু -র ত্রিভুবন ইন্টারন্যাশানাল এয়ারপোর্ট থেকে পোখরার জন্য ওড়ার সময়  ATR-72 প্লেন ক্যাপ্টেন কমল কেসি এবং অঞ্জু খতিবডা মুখ্য পাইলটের দায়িত্ব সামলাচ্ছিলেন৷ কিন্তু ল্যান্ডিংয়ের ঠিক ১০ সেকেন্ড আগে তাঁদের সব স্বপ্ন একেবারে ধূলিসাৎ হয়ে যায়৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nepal Plane Crash: স্বামী মারা গিয়েছিলেন প্লেন ক্র্যাশে, এদিনের উড়ানের পর প্রমোশন পেতেন স্ত্রী, কিন্তু সব শেষ...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement