NEET Aspirant Died at Kota: চলতি বছরে এ নিয়ে ২৫! কোচিং থেকে ফেরার পথে বিষ খেয়ে আত্মহত্যা কোটার ছাত্রীর

Last Updated:

NEET Aspirant Died at Kota: চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষা। সেই নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অকালে নিজের প্রাণ কেড়ে নিলেন ১৭ বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়।

চলতি বছরে এ নিয়ে ২৫!
চলতি বছরে এ নিয়ে ২৫!
রাজস্থানঃ চিকিৎসক হওয়ার প্রথম ধাপ নিট পরীক্ষা। সেই নিট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অকালে নিজের প্রাণ কেড়ে নিলেন ১৭ বছরের মেয়ে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। চলতি বছরে এখনও পর্যন্ত ২৫জন শিক্ষার্থী মারা গেছেন। গত আট বছরে কোচিং সেন্টারে এটাই সর্বোচ্চ আত্মহত্যার রেকর্ড। গত বছর ১৫ জনের বেশি শিক্ষার্থী আত্মহত্যা করে।
নিহত ছাত্রীর নাম প্রিয়ম সিং। উত্তরপ্রদেশের মৌ-এর বাসিন্দা তিনি। মেডিক‍্যাল এন্ট্রান্স পরীক্ষার প্রস্তুতির জন্য প্রায় দেড় বছর আগে তিনি কোটায় চলে গিয়েছিলেন। ডাকানিয়া রোডের একটি অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে একাই থাকতেন ওই ছাত্রী।
advertisement
advertisement
বিজ্ঞান নগর থানার ইনচার্জ কৌশল্যা জানিয়েছেন, ‘সোমবার সকালে কোচিং সেন্টারে গিয়েছিলেন প্রিয়ম। বিকেল ৩টের সময় কোচিং থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফেরার সময় একটি জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং বমি করতে থাকে। তাঁর অবস্থার অবনতি দেখে কিছু বন্ধু কোচিং স্টাফকে জানায়। তারপরে সকলে মিলে তাঁকে তালওয়ান্দির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা চলাকালীন বিকেল ৬.৪৫ টার সময় তাঁর মৃত্যু হয়।’
advertisement
পুলিশ জানায়, কোচিং সেন্টার থেকে ফেরার সময় তিনি বিষ খেয়েছিলেন। পুলিশ বিষয়টি প্রিয়মের পরিবারের সদস্যদের জানিয়েছে। বাবা-মা আসার পর তাঁর ঘরে তল্লাশি চালানো হবে।
কোটার কোচিং ইনস্টিটিউটগুলি ঘোষণা করে যে দু’মাসের জন্য সমস্ত পরীক্ষা স্থগিত রাখবে তাঁরা। তারপরেই এই ঘটনা ঘটে বলে পুলিশের দাবি। এছাড়াও, কোটা হস্টেল ম্যানেজমেন্ট-এর আগে সমস্ত হস্টেল এবং পেয়িং গেস্ট-এ সুবিধাগুলিকে আত্মহত্যা রোধ করার জন্য শিক্ষার্থীদের কক্ষে ‘স্প্রিং-লোডেড ফ্যান’ এবং ‘আত্মহত্যাবিরোধী নেট’ স্থাপন করার নির্দেশ দিয়েছিল।
advertisement
কয়েকদিন আগে, ঝাড়খণ্ডের রাঁচি থেকে ১৬ বছর বয়সী এক ছাত্র যিনি রাজস্থানের কোটায় একটি কোচিং সেন্টারে নিট-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আত্মহত্যা করেন। গত মাসে, একই দিনে দুই NEET পরীক্ষার্থী আত্মহত্যা করে মারা যান। ১৭ বছর বয়সী আবিষ্কর শাম্বাজি কাসলে জওহর নগরে কোচিং সেন্টারের বিল্ডিংয়ের ৬ তলা থেকে ঝাঁপ দিয়ে মারা যান।
advertisement
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NEET Aspirant Died at Kota: চলতি বছরে এ নিয়ে ২৫! কোচিং থেকে ফেরার পথে বিষ খেয়ে আত্মহত্যা কোটার ছাত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement