#কলকাতা: শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ আরও সহজ হতে চলেছে প্রাথমিক শিক্ষক নিয়োগ ৷ প্রাথমিক শিক্ষক নিয়োগের মূল কিছু নিয়মে বদল এনেছে এনসিটিই ৷ এবার থেকে বিএড করেও প্রাথমিক শিক্ষক পদে নিযুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন চাকরিপ্রার্থীরা ৷
প্রাথমিক শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ নিয়মে পরিবর্তন আনল এনসিটিই ৷ বিএড করেও এবার থেকে প্রাথমিক শিক্ষক পদে চাকরির সুযোগ মিলবে ৷ আইন সংশোধনের পর নির্দেশিকা জারি করে এনসিটিই জানিয়েছে, বিএড যোগ্যতা থাকলেই প্রাথমিক শিক্ষক পদে কাজের সুযোগ পেতে পারেন চাকরিপ্রার্থীরা ৷ তবে নিয়োগের দু’বছরের মধ্যে ৬ মাসের ব্রিজকোর্স করতে হবে ৷ বিএড-এর সঙ্গে ব্রিজকোর্স করা থাকলেই প্রাথমিকে শিক্ষকপদে নিযুক্ত হতে পারেন চাকরিপ্রার্থীরা ৷
আরও পড়ুন
ভর্তির জন্য আর আসতে হবে না কলেজে’, তোলাবাজির অভিযোগে বদলে গেল কলেজে ভর্তির নিয়ম
উল্লেখ্য, এতদিন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলইডি ট্রেনিং থাকা বাধ্যতামূলক ছিল ৷ এনসিটিই-এর সংশোধনের পর সমস্ত বিএড পড়ুয়া ও বিএড ডিগ্রিপ্রাপ্তরা প্রাথমিকে শিক্ষক পদে আবেদনের সুযোগ পাবেন ৷ ফলে আরও বেশি প্রার্থীর সামনে খুলে যাবে শিক্ষক পদে চাকরির দরজা ৷
আরও পড়ুন
রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বাড়তে চলেছে ছুটির মেয়াদ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NCTE, Primary Teacher, Primary Teacher Appointment, West Bengal Board Of Primary Education