ছবির দুই খুদে বর্তমানে বলিউডের বিখ্যাত মুখ, দেখুন তো চিনতে পারেন কি না

Last Updated:

বলিউডের অন্যতম এক প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগ রয়েছে তাঁদের। ঠিক ধরতে পারছেন না, তাই তো? আপনার সুবিধার জন্য কয়েকটা সূত্র দেওয়া যাক।

#মুম্বই: ভালবেসে দিদির গালে চুমু এঁকে দিচ্ছে ভাই। লেন্সবন্দি হচ্ছে মিষ্টি মুহূর্তরা। কিন্তু ছবির এই খুদে কে জানেন? বলিউডের অন্যতম এক প্রভাবশালী পরিবারের সঙ্গে যোগ রয়েছে তাঁদের। ঠিক ধরতে পারছেন না, তাই তো? আপনার সুবিধার জন্য কয়েকটা সূত্র দেওয়া যাক।
১। ছবির এই দুই খুদে এখন আর খুদেটি নেই।
২। একজন বলিউডে পা রাখতে চলেছেন খুব শীঘ্রই, অন্য জন অভিনয় করবেন না বলে জানিয়েছেন। আপাতত পরিবারের দুই সদস্যকে নিয়ে একটি পডকাস্ট করছেন তিনি।
advertisement
৩। বলিউডের প্রথম সারির দুই তারকার নাতি-নাতনি তাঁরা।
৪। এঁদের মধ্যে একজন বলিউডে আত্মপ্রকাশ করছেন জোয়া আখতারের 'দ্য আর্চিজ'-এর হাত ধরে।
advertisement
advertisement
এত ক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কাদের কথা হচ্ছে। ছবির দুই খুদে অগস্ত্য নন্দা এবং নভ্যা নভেলী নন্দা। অমিতাভ এবং জয়া বচ্চনের নাতি এবং নাতনি।
advertisement
বুধবার ২২-এ পা রাখলেন অগস্ত্য। ভাইয়ের জন্মদিনে শৈশবের লেন্সবন্দি মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে নিলে নভ্যা।
আর বেশি দেরি নেই। জোয়া আখতার পরিচালিত 'দ্য আর্চিজ' দিয়ে বলিউডে হাতেখড়ি হবে অগস্ত্যের। এই ছবিতে আরও দুই তারকা-সন্তান সুহানা খান এবং খুশি কাপুরকে তাঁর সঙ্গে দেখা যাবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ছবির দুই খুদে বর্তমানে বলিউডের বিখ্যাত মুখ, দেখুন তো চিনতে পারেন কি না
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement