Earthquake: দিল্লির পরে কেঁপে উঠল মধ্যপ্রদেশ! রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪
- Published by:Anulekha Kar
- news18 bangla
Last Updated:
শুক্রবার সকাল সাড়ে ১০ নাগাদ জোরাল কম্পন অনুভূত হল মধ্যপ্রদেশের গোয়ালিওরে।
গোয়ালিয়র: শুক্রবার সকাল সাড়ে ১০ নাগাদ জোরাল কম্পন অনুভূত হল মধ্যপ্রদেশের গোয়ালিওরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী জানা গিয়েছে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।
এনএসসি আরও জানিয়েছে যে শুক্রবার সকাল ৮ টা ৫২ নাগাদ মনিপুরের মাররাংয়েও অনুভূত হয়েছে কম্পন। গোয়ালিয়রের দক্ষিণ পূর্বে ২৮ কিমি দূরে কম্পনের উৎসস্থল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি । গোয়ালিয়রের পাশাপাশি ছত্তিশগড়েও কম্পন অনুভূত হয়েছে।
advertisement
advertisement
সকাল ১০টা ৩৯ মিনিট নাগাদ ছত্তিশগড়ে অনুভূত হয়েছে কম্পন। সুরাজপুরের ভাতগাঁও থেকে ১১ কিলোমিটার দূরে এর উৎসস্থল বলে জানা যায়। তবে এখানে কোনো প্রাণ বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি।
এর আগেও মঙ্গলবারে দিল্লি এবং সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। আতঙ্ক ছড়িয়ে পরে এলাকা জুড়ে। ভূমিকম্পের জেরে জামিয়া নগরে বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে বলে জানা যায়। আজ ফের গোয়ালিয়রে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে দেশ জুড়ে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 1:39 PM IST