গান্ধির খুনি গডসের আদর্শেই বিশ্বাস করেন মোদি, আক্রমণ রাহুলের
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
মহাত্মা গান্ধির খুনি নাথুরাম গডসে যে আদর্শে বিশ্বাসী ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই আদর্শে বিশ্বাসী৷ বৃহস্পতিবার মহাত্মা গান্ধির মৃত্যুদিনে মোদিকে এ ভাবেই আক্রমণ করলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷
#ওয়াইনাড: মহাত্মা গান্ধির খুনি নাথুরাম গডসে যে আদর্শে বিশ্বাসী ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই আদর্শে বিশ্বাসী৷ বৃহস্পতিবার মহাত্মা গান্ধির মৃত্যুদিনে মোদিকে এ ভাবেই আক্রমণ করলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷
রাহুলের কথায়, 'গান্ধিকে যখন গুলি করছিল নাথুরাম, তখন সে চোখ বন্ধ করে গুলি করেছিল৷ কারণ ও জানত, যা করছে ভুল করছে৷ সমস্যা একটাই, গডসের আদর্শে বিশ্বাস করেন, এই কথাটা প্রকাশ্যে বলার সাহস নেই মোদির৷' এ দিন ওয়াইনাডে মহাত্মা গান্ধির ৭২তম মৃত্যুদিবসে র্যালি করেন কংগ্রেস সাংসদ৷ একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জনপ্রতিবাদের ডাক দেন রাহুল৷
advertisement
Godse shot Gandhi ji because he loved nobody, believed in nobody. And that is the same with our PM, he only loves and believes in himself. He’s not interested in listening to the billions of voices of this country: @RahulGandhi#SaveTheConstitution pic.twitter.com/iNGWqOwuIx
— Congress (@INCIndia) January 30, 2020
advertisement
advertisement
এ দিন রাহুলের 'সংবিধান বাঁচাও' রমার্চে কয়েক হাজার কংগ্রেস কর্মী হাঁটেন৷ প্রায় ২ কিমি র্যালি শেষে বক্তৃতা দেন রাহুল৷ বলেন, 'আমি ভারতীয় কি না, তার জন্য কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই৷'
কেরলে বিধানসভায় বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা, কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লি রামচন্দ্রন, কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও রাহুলের মার্চে অংশ নেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 30, 2020 1:27 PM IST