গান্ধির খুনি গডসের আদর্শেই বিশ্বাস করেন মোদি, আক্রমণ রাহুলের

Last Updated:

মহাত্মা গান্ধির খুনি নাথুরাম গডসে যে আদর্শে বিশ্বাসী ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই আদর্শে বিশ্বাসী৷ বৃহস্পতিবার মহাত্মা গান্ধির মৃত্যুদিনে মোদিকে এ ভাবেই আক্রমণ করলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷

#ওয়াইনাড: মহাত্মা গান্ধির খুনি নাথুরাম গডসে যে আদর্শে বিশ্বাসী ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সেই একই আদর্শে বিশ্বাসী৷ বৃহস্পতিবার মহাত্মা গান্ধির মৃত্যুদিনে মোদিকে এ ভাবেই আক্রমণ করলেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷
রাহুলের কথায়, 'গান্ধিকে যখন গুলি করছিল নাথুরাম, তখন সে চোখ বন্ধ করে গুলি করেছিল৷ কারণ ও জানত, যা করছে ভুল করছে৷ সমস্যা একটাই, গডসের আদর্শে বিশ্বাস করেন, এই কথাটা প্রকাশ্যে বলার সাহস নেই মোদির৷' এ দিন ওয়াইনাডে মহাত্মা গান্ধির ৭২তম মৃত্যুদিবসে র‌্যালি করেন কংগ্রেস সাংসদ৷ একই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে জনপ্রতিবাদের ডাক দেন রাহুল৷
advertisement
advertisement
advertisement
এ দিন রাহুলের 'সংবিধান বাঁচাও' রমার্চে কয়েক হাজার কংগ্রেস কর্মী হাঁটেন৷ প্রায় ২ কিমি র‌্যালি শেষে বক্তৃতা দেন রাহুল৷ বলেন, 'আমি ভারতীয় কি না, তার জন্য কোনও সার্টিফিকেটের প্রয়োজন নেই৷'
কেরলে বিধানসভায় বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা, কেরল প্রদেশ কংগ্রেসের সভাপতি মুল্লাপল্লি রামচন্দ্রন, কংগ্রেস সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালও রাহুলের মার্চে অংশ নেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
গান্ধির খুনি গডসের আদর্শেই বিশ্বাস করেন মোদি, আক্রমণ রাহুলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement