#মুম্বই: নাসিরুদ্দিন শাহ। যিনি অভিনয় নিয়ে নিজেকে ব্যস্ত রাখলেও, দেশের রাজনীতিও তাঁকে ভাবায়। তাঁর সঙ্গে বিজেপির আদায় কাঁচকলা সম্পর্ক। এখনও তাঁকে কোনও রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত হতে দেখা যায়নি। তবে এবারের ভোট রাজনীতিতে ঢুকে পড়লেন নাসিরুদ্দিন শাহ। তিনি ডায়মন্ডহারবারের সিপিআইএম প্রার্থী ফুয়াদ হালিমের সমর্থভে পাথালেন ভিডিও বার্তা।বাংলার রাজনীতিতে যখন প্রায় প্রান্তিক হতে চলেছে বাম শিবির, তখন আচমকাই তাঁদের প্রতি সমর্থন এল এক অপ্রত্যাশিত উৎস থেকে। গত কয়েক বছর ধরে অসহিষ্ণুতা, কট্টরবাদ, বাকস্বাধীনতা-সহ নানা ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে বার বার সরব হয়েছেন নাসিরুদ্দিন শাহ। এবার ফুয়াদ হালিমের হয়ে কথা বললেন তিনি।
ওই ভিডিয়ো বার্তায় নাসিরুদ্দিন বলেছেন, ''আমার নাম নাসিরুদ্দিন শাহ। এই লোকসভা ভোটে ডায়মন্ডহারবারের সিপিএম প্রার্থী ডক্টর ফুয়াদ হালিমকে আমি ব্যক্তিগতভাবে চিনি। ফুয়াদ পেশায় চিকিৎসক, প্রান্তিক মানুষদের কম খরচে চিকিৎসা দিয়ে সাহায্য করে থাকেন। ওখানকার মানুষদের উন্নতির জন্য সব সময় কাজ করেন। এখন সঠিক সময় এসে গিয়েছে। আমাদের ভাবতে হবে কাকে আমরা ভোট দিচ্ছি। প্রত্যেক মানুষের ভোট দেওয়ার আগে প্রার্থীদের সম্পর্কে যথাযথ খোঁজখবর নেওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের ভোট দেওয়া উচিত নয়। আমি ফুয়াদের হয়ে বলছি, কারণ আমি জানি তিনি দুর্নীতিগ্রস্ত নন। আমার সম্পূর্ণ বিশ্বাস ফুয়াদের ওপর রয়েছে।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fuad Halim, Lok Sabha elections 2019, Naseeruddin Shah