তিনদিনেই মঙ্গলে, যাবেন নাকি !

Last Updated:

মঙ্গলে চটজলদি মানুষ পাঠিয়েই স্বস্তির নিশ্বাস নেবে নাসার বিজ্ঞানীরা ৷ তাই তো রাতভর জেগে, কফির কাপে চুমুক দিয়ে রোজ রোজই চলছে নতুন নতুন গবেষণা ৷ এবার সেই গবেষণাতেই এসে ঢুকে পড়ছে লেজার লাইট ! ব্যাপারটা কি ?

#নিউইয়র্ক: মঙ্গলে চটজলদি মানুষ পাঠিয়েই স্বস্তির নিশ্বাস নেবে নাসার বিজ্ঞানীরা ৷ তাই তো রাতভর জেগে, কফির কাপে চুমুক দিয়ে রোজ রোজই চলছে নতুন নতুন গবেষণা ৷ এবার সেই গবেষণাতেই এসে ঢুকে পড়ছে লেজার লাইট ! ব্যাপারটা কি ?
নাসার গবেষণাগারে চলছে লেজার নিয়ে পরীক্ষা-নীরিক্ষা ৷ আলোর গতির সঙ্গে তাল মিলিয়ে এই লেজার নাকি তিনদিনেই মানুষকে পৌঁছে দিতে পারে মঙ্গল গ্রহে ৷ সেরকমই এক বিশেষ রকেট তৈরি করার কথাই ভাবছে নাসা ৷ প্রক্রিয়ার নাম ‘ফোটোনিক প্রোপালসন’ ৷ নাসা-র এক বিজ্ঞানী লুবিনের মতে, ‘লেজারের আইডিয়াটা আমারা কিন্তু পেয়েছি হলিউডের সাই-ফাই ছবি থেকে ৷ তবে সে আইডিয়া খুবই প্রাথমিক ৷ কাজ চলছে পুরো বিষয়টি নিয়ে ৷ তবে সব থেকে ভালো খবর হল, বর্তমানে লেজার ব্যাপারটা খুব একটা দুর্লভ নয় ৷ তাই দরকারে নানারকমভাবে একে ব্যবহার করা যাবে ৷ ’ বিজ্ঞানীরা জানিয়েছেন, লেজারের নিজস্ব একটা গতি রয়েছে ৷ যা খুবই দ্রুত ৷ সেই গতিকে ধরেই বিজ্ঞানীরা চালাচ্ছেন চিন্তা-ভাবনা ৷ সব ঠিকঠাক চলছে দু’তিন বছরের মধ্যেই নাসার সাহায্যে মানুষ মাত্র তিনদিনেই পৌঁছে যাবে মঙ্গলে ৷ এখন মঙ্গলে যেতে সময় লাগে পাঁচ মাস !
বাংলা খবর/ খবর/দেশ/
তিনদিনেই মঙ্গলে, যাবেন নাকি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement