তিনদিনেই মঙ্গলে, যাবেন নাকি !
Last Updated:
মঙ্গলে চটজলদি মানুষ পাঠিয়েই স্বস্তির নিশ্বাস নেবে নাসার বিজ্ঞানীরা ৷ তাই তো রাতভর জেগে, কফির কাপে চুমুক দিয়ে রোজ রোজই চলছে নতুন নতুন গবেষণা ৷ এবার সেই গবেষণাতেই এসে ঢুকে পড়ছে লেজার লাইট ! ব্যাপারটা কি ?
#নিউইয়র্ক: মঙ্গলে চটজলদি মানুষ পাঠিয়েই স্বস্তির নিশ্বাস নেবে নাসার বিজ্ঞানীরা ৷ তাই তো রাতভর জেগে, কফির কাপে চুমুক দিয়ে রোজ রোজই চলছে নতুন নতুন গবেষণা ৷ এবার সেই গবেষণাতেই এসে ঢুকে পড়ছে লেজার লাইট ! ব্যাপারটা কি ?
নাসার গবেষণাগারে চলছে লেজার নিয়ে পরীক্ষা-নীরিক্ষা ৷ আলোর গতির সঙ্গে তাল মিলিয়ে এই লেজার নাকি তিনদিনেই মানুষকে পৌঁছে দিতে পারে মঙ্গল গ্রহে ৷ সেরকমই এক বিশেষ রকেট তৈরি করার কথাই ভাবছে নাসা ৷ প্রক্রিয়ার নাম ‘ফোটোনিক প্রোপালসন’ ৷ নাসা-র এক বিজ্ঞানী লুবিনের মতে, ‘লেজারের আইডিয়াটা আমারা কিন্তু পেয়েছি হলিউডের সাই-ফাই ছবি থেকে ৷ তবে সে আইডিয়া খুবই প্রাথমিক ৷ কাজ চলছে পুরো বিষয়টি নিয়ে ৷ তবে সব থেকে ভালো খবর হল, বর্তমানে লেজার ব্যাপারটা খুব একটা দুর্লভ নয় ৷ তাই দরকারে নানারকমভাবে একে ব্যবহার করা যাবে ৷ ’ বিজ্ঞানীরা জানিয়েছেন, লেজারের নিজস্ব একটা গতি রয়েছে ৷ যা খুবই দ্রুত ৷ সেই গতিকে ধরেই বিজ্ঞানীরা চালাচ্ছেন চিন্তা-ভাবনা ৷ সব ঠিকঠাক চলছে দু’তিন বছরের মধ্যেই নাসার সাহায্যে মানুষ মাত্র তিনদিনেই পৌঁছে যাবে মঙ্গলে ৷ এখন মঙ্গলে যেতে সময় লাগে পাঁচ মাস !
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 23, 2016 1:58 PM IST