corona virus btn
corona virus btn
Loading

বিক্রমের ধ্বংসাবশেষ আগেই খুঁজে পেয়েছিল, নাসার দাবি খারিজ করল ইসরো

বিক্রমের ধ্বংসাবশেষ আগেই খুঁজে পেয়েছিল, নাসার দাবি খারিজ করল ইসরো

অবশেষে খোঁজ মিলল বিক্রম ল্যান্ডারের। বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ চেষ্টা চালাচ্ছিল ইসরো ও নাসা।

  • Share this:

#নয়াদিল্লি: অবশেষে খোঁজ মিলল বিক্রম ল্যান্ডারের। বিক্রমের ধ্বংসাবশেষের খোঁজ চেষ্টা চালাচ্ছিল ইসরো ও নাসা। বিক্রম নিয়ে নাসার তরফে তথ্য প্রকাশ্যের একদিন পর ইসরোর চেয়ারম্যান কে শিবন জানিয়েছে, ইসরো আগেই বিক্রম ল্যান্ডার খুঁজে নিয়েছিল ৷ শিবন জানিয়েছেন, ‘নাসার আগে আমাদের অর্বিটার বিক্রম ল্যান্ডার খুঁজে পেয়েছে ৷ এবং এর তথ্য আমরা আগে প্রকাশ করেছি ৷’

দু’দিন আগে LRO চাঁদে চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা চালানোর দাবি করেছে ৷ নাসার তরফে জানিয়েছেন, চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডারের ধ্বংসাবশেষ ক্র্যাশ সাইট থেকে ৭৫০ মিটার দূরে পাওয়া গিয়েছে ৷ ট্যুই করে নাসা এই বিষয়ে জানিয়েছে ৷ নাসা বিক্রমের ধ্বংসাবশেষ খোঁজার কৃতিত্ব চেন্নাইয়ের ইঞ্জিনিয়র সন্নুগ সুব্রহ্মণ্যমকে দিয়েছেন ৷

নাসার প্রকাশিত ছবি খুঁটিয়ে পরীক্ষা করছিলেন সন্নুগ সুব্রহ্মণ্যম। দুটি ছবির তুলমানূলক বিশ্লেষণ করে সন্নুগের সন্দেহ হয়, এটাই বিক্রম ল্যান্ডার হতে পারে। সেই সংশয় জানিয়েই নাসা ও ইসরোকে পাল্টা ট্যুইট করেন চেন্নাইয়ের ইঞ্জিনিয়র। তাঁর প্রশ্নের দু-মাস পর এল নাসার উত্তর। মার্কিন মহাকাশ সংস্থা জানাল, চিহ্নিত করা বস্তুটিই ল্যান্ডার বিক্রমের ধ্বংসাবশেষ। সন্নুগের বিশ্লেষণ একেবারে ঠিক।

First published: December 4, 2019, 2:18 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर