PM Modi Mother Heeraben: কাঁধে করে মাকে নিয়ে শেষ যাত্রায় মোদি, শেষকৃত্য় একটু পরেই! রইল ভিডিও
- Published by:Debamoy Ghosh
Last Updated:
আহেমদাবাদ থেকে গান্ধিনগরে নিজের ভাই পঙ্কজ মোদির বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে গিয়েই মায়ের শেষ যাত্রায় যোগ দেন মোদি।
গান্ধিনগরে মা হীরাবেন মোদির শেষযাত্রায় যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন সকালে সরাসরি দিল্লি থেকে আহমেদাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহেমদাবাদ থেকে গান্ধিনগরে নিজের ভাই পঙ্কজ মোদির বাড়িতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানে গিয়েই মায়ের শেষ যাত্রায় যোগ দেন মোদি।
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi carries the mortal remains of his late mother Heeraben Modi who passed away at the age of 100, today. pic.twitter.com/CWcHm2C6xQ
— ANI (@ANI) December 30, 2022
advertisement
পরিবারের অন্য় সদস্য়দের সঙ্গে একেবারে সামনে থেকে মায়ের মরদেহে কাঁধে করে শববাহী গাড়ি পর্যন্ত নিয়ে যান মোদি। মায়ের সঙ্গে শেষ যাত্রায় মোদির সঙ্গে ছিলেন ভাই পঙ্কজও।
advertisement
আরও পড়ুন: মাতৃবিয়োগ প্রধানমন্ত্রীর, তবু 'কর্মে' বিরতি নয়! ভার্চুয়ালি কলকাতার একগুচ্ছ অনুষ্ঠানে থাকবেন মোদি
বেশ কিছুদিন ধরেই বার্ধক্য়জনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হীরাবেন মোদি। আজ ভোররাত সাড়ে তিনটে নাগাদ আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ১০০ বছর।
Gujarat: Prime Minister Narendra Modi pays respect to his mother Heeraben Modi at Gandhinagar residence.
(Source: DD) pic.twitter.com/VJimh3FXZC — ANI (@ANI) December 30, 2022
advertisement
মায়ের মৃত্য়ুর খবর পেয়েই দিল্লি থেকে আহমেদাবাদ পৌঁছন প্রধানমন্ত্রী। গান্ধিনগরে ভাইয়ের বাড়িতে রাখা ছিল মায়ের মরদেহ। সেখানেই প্রথমে মাকে শেষশ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
গান্ধিনগরের সেক্টর ৩০ শ্মশানে হীরাবেন মোদির শেষকৃত্য় সম্পন্ন হওয়ার কথা। নরেন্দ্র মোদি গান্ধিনগরে পৌঁছনোর পরই হীরাবেন মোদিকে অন্ত্য়েষ্টির জন্য় নিয়ে যাওয়া হয়।
মায়ের মৃত্য়ুর কারণে আজ কলকাতায় তাঁর পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে পারছেন না প্রধানমন্ত্রী। তবে মায়ের শেষকৃত্য়ের পরই ভিডিও কনফারেন্সের মাধ্য়মে কলকাতার অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 8:44 AM IST