Maan Ki Baat: অক্সিজেনের অভাবে কাতড়াচ্ছে হাজার মানুষ, মোদির 'মন কি বাতে' সেই ধৈর্যের বার্তা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
প্রধানমন্ত্রী বলেন, 'করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিলাম আমরা। সেই কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাস এসেছিল। কিন্তু এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।'
#নয়াদিল্লি: ব্যাপকভাবে ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave)। রেকর্ড আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় আতঙ্কিত গোটা বিশ্ব। নিশানায় নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। মূলত অক্সিজেন ও ভ্যাকসিনের অভাব নিয়ে কেন্দ্রকে নিশানা করছে বিরোধী দলগুলি। এই পরিস্থিতিতে ফের 'মন কি বাত'-এ নরেন্দ্র মোদি ধৈর্য্য ও সহনশীলতার বার্তা দিলেন। রবিবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'করোনার প্রথম ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিলাম আমরা। সেই কারণে আমাদের মধ্যে আত্মবিশ্বাস এসেছিল। কিন্তু এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত গোটা দেশ। করোনা আমাদের ধৈর্য্য ও সহনশীলতার পরীক্ষা নিচ্ছে।'
প্রধানমন্ত্রীর কথায়, 'করোনা আমাদের সকলের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। মানুষ কতটা কষ্ট সহ্য করতে পারে, তারও পরীক্ষা নিচ্ছে। করোনা অনেকের প্রিয়জনকে কেড়ে নিয়েছে। কিন্তু ভেঙে পড়লে চলবে না। করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জিততেই হবে। দেশে করোনা সঙ্কট মোকাবিলা করতে কেন্দ্র ও রাজ্যকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। প্রত্যেক রাজ্যকে সহযোগিতার আবেদন করছি। কেন্দ্র-রাজ্যকে একসঙ্গে জোট বেঁধে কাজ করতে হবে।'
advertisement
বিজেপি বিরোধী প্রতিটি রাজ্যই ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে নরেন্দ্র মোদির সরকারের দিকে আঙুল তুলেছে। যদিও এদিন প্রধানমন্ত্রী দাবি করেছেন, 'আপনারা জানেন রাজ্যে রাজ্যে বিনামূল্য টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ৪৫-এর ঊর্ধ্বে সকলে তার সুবিধা পাবেন। ১ মে থেকে ১৮-র ঊর্ধ্বে হলেই টিকা পাবেন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে রাজ্যগুলিকে সবরকমভাবে সাহায্য করছে কেন্দ্র।'
advertisement
advertisement
যদিও মোদির 'মন কি বাত' নিয়ে এদিন তীব্র কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দেশে যখন অক্সিজেনের প্রয়োজন, উনি তখন মন কি বাত করছেন। কেউ শুনতে চাইছে না মন কি বাত। অক্সিজেন দিন। মোদি তো ভাষণ দিয়ে পালিয়ে গেল। ভ্যাকসিন দিল না।'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2021 1:26 PM IST