‘সুপ্রিম কোর্টের রায়ের পরেই রাম মন্দির নিয়ে সিদ্ধান্ত’, মোদি
Last Updated:
#নয়াদিল্লি : ২০১৯ লোকসভা নির্বাচনের আগে রাম মন্দির ইস্যুতে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২০১৯ -র ১ জানুয়ারি এক সাক্ষাৎকারে মোদি জানিয়েছেন , ‘রামমন্দির নিয়ে আইনি প্রক্রিয়া চলছে ৷ ’
তিনি আরও জানিয়েছেন , ‘আইনি প্রক্রিয়া শেষের পরই অর্ডিন্যান্স সম্ভব ৷ ’ এই প্রথম রাম মন্দিরের মতো বিতর্কিত ইস্যুতে মুখ খুললেন নরেন্দ্র মোদি ৷ আরএসএস বা বিজেপির অভ্যন্তরে থাকা বেস কিছু সাংসদ এই রাম মন্দির ইস্যু নিয়ে বারবার মুখ খুলেছেন ৷ কিন্তু এতদিন এই সংবেদশীল বিষয় নিয়ে কখনই মুখ খোলেননি প্রধানমন্ত্রী ৷
advertisement
এদিন তিনি জানিয়ে দিলেন সুপ্রিম কোর্টের পর সিদ্ধান্তের পরেই এই বিষয়ে কোনও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে ৷
advertisement
সংবাদ সংস্থা এএনআই কে দেওয়া সাক্ষাৎকারে এই বিষয়টি নিয়ে মুখ খোলেন নরেন্দ্র মোদি ৷ এর আগে কেন্দ্রীয় আইন মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ জানিয়েছিলেন ‘‘ সুপ্রিম কোর্টের উচিত অযোধ্যা ইস্যুটিকে ফাস্ট ট্র্যাক কোর্টে সিদ্ধান্ত নেওয়া ৷ কারণ এটা ঘিরে গোটা দেশের প্রত্যাশা রয়েছে ৷ ’’
advertisement
৪ জানুয়ারি এই কেসের পরবর্তী শুনানির দিন নির্ধারিত রয়েছে ৷ ২০১৭ -এ এই মামলার শুনানি চলাকালীন সিনিয়র অ্যাডভোকেট কংগ্রেসের কপিল সিব্বল বলেছিলেন এই মামলার পরবর্তী শুনানি ২০১৯-এ র লোকসভা ভোটের আগে হওয়া উচিত নয় ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 01, 2019 6:50 PM IST