কেঁদে ফেললেন ইসরো প্রধান, বুকে জড়িয়ে ধরলের প্রধানমন্ত্রী
Last Updated:
মিশন সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে স্পর্শ করতো ভারত৷
#বেঙ্গালুরু: ঝরঝর করে কাঁদছেন ইসরো প্রধান৷ বুকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ এই দৃশ্য দেখে চোখের কোল চিকচিক করে উঠল আপামর ভারতবাসীর৷ শনিবার সকালে ইসরো দফতর ছেড়ে বেরিয়ে আসার আগে এভাবেই ইসরো প্রধান কে শিবনকে পিঠ চাপড়ে সান্ত্বনা দিলেন নরেন্দ্র মোদি৷
শুক্রবার রাতেই চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল চন্দ্রযান ২ ল্যান্ডার বিক্রমের৷ কিন্তু শেষ মুহূর্তে স্বপ্নভঙ্গ৷ চাঁদের মাটি ছোঁয়ার মাত্র ১ মিনিট আগে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে যায় ইসরোর৷
ইসরোর দফতরে বসে ল্যান্ডার বিক্রমের চাঁদের মাটি ছোঁয়া দেখবেন বলে শুক্রবার রাতেই বেঙ্গালুরু পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ স্বপ্নভঙ্গ হওয়ার পর ইসরো প্রধান কে শিবন জানান, "আমরা চাঁদের মাটি ছুঁতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হলাম৷ এখনও সেরাটা বাকি রয়েছে৷" মিশন সফল হলে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চিনের পর বিশ্বের চতুর্থ দেশ হিসেবে চাঁদের মাটিতে স্পর্শ করতো ভারত৷
advertisement
advertisement
স্বপ্নভঙ্গ হওয়ার পর ইসরোর বিজ্ঞানীদের উদ্দেশ্যে ৩০ মিনিটের ভাষণ দেন মোদি৷ তিনি বলেন, "দক্ষতা ও লেগে থাকাই ভারতীয় নীতিবোধের মূল কথা৷ আমাদের গৌরবান্বিত ইতিহাসে অনেক সময়ই আমরা পিছিয়ে পড়েছি কিন্তু কখনই আমাদের মনোবল ভেঙে দিতে পারেনি৷ আমার আবার ঘুরে দাঁড়িয়েছি৷ চূড়ান্ত ফলের মতোই গুরুত্বপূর্ণ চেষ্টা ও যাত্রাপথ৷ আমাদের চেষ্টা ও যাত্রার জন্য আমি গর্বিত৷ ইসরো কঠোর চেষ্টা করেছে, অনেক দূর গিয়েছে, এই শিক্ষা সবসময় আমাদের সঙ্গে থাকবে৷ আজ যা শিখলাম তা আমাদের আরও উন্নত ও শক্তিশালী করে তুলবে৷"
advertisement
২০০৮ সালে চন্দ্রযান ১ ও ২০১৩-র মিশন মঙ্গলের পর চন্দ্রযান ২ ছিল ভারতের তৃতীয় অভিযান৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 07, 2019 10:35 AM IST