EPF-এ কর বসানোর প্রস্তাব প্রত্যাহার মোদি সরকারের

Last Updated:

দেশজোড়া প্রতিবাদ ও বিতর্কের চাপে EPF-এ কর চাপানোর প্রস্তাব প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার লোকসভায় কর প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷

#নয়াদিল্লি: দেশজোড়া প্রতিবাদ ও বিতর্কের চাপের মুখে EPF-এ কর প্রস্তাব প্রত্যাহার করল কেন্দ্রীয় সরকার ৷ মঙ্গলবার লোকসভায় কর প্রস্তাব প্রত্যাহারের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ এদিন সাধারণ বাজেটের সংশোধনী নিয়ে পার্লামেন্টে বলতে উঠে অর্থমন্ত্রী জানান, বাজেটে প্রফিডেন্ট ফাণ্ডের টাকা তোলার উপর যে কর বসানোর প্রস্তাব অর্থমন্ত্রক দিয়েছিল তা প্রত্যাহার করা হচ্ছে ৷ কর প্রস্তাব ঘোষিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলা হয় ৷ প্রধানমন্ত্রীও এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখার কথা বলেছিলেন বলে জানান জেটলি ৷ সমস্ত অনুরোধ খতিয়ে দেখে কর প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হল বলে ঘোষণা  করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ অর্থমন্ত্রীর এই সিদ্ধান্তে চিন্তামুক্ত হলেন দেশের চাকুরীজীবিরা ৷
সাধারণ বাজেটে প্রফিডেন্ট ফাণ্ডের টাকা তুললে একটা তার বড় অংশের উপর কর বসানোর কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ পরে সিদ্ধান্ত হয় যে পরিমাণ অর্থ প্রফিডেন্ট ফাণ্ডের জমা পড়বে তার সুদের উপর বসবে কর ৷ অর্থমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয় দেশজুড়ে বিতর্ক ৷ সরব হন বিরোধীরাও ৷ সাধারণ মানুষের উষ্মা অনুভব করে তড়িঘড়ি বিষয়টিতে হস্তক্ষেপ করে প্রধানমন্ত্রী৷
বাংলা খবর/ খবর/দেশ/
EPF-এ কর বসানোর প্রস্তাব প্রত্যাহার মোদি সরকারের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement