Narendra Modi: সকাল ৭.৩৪-এ শুরু, কটায় ভাষণ শেষ করলেন মোদি? লালকেল্লায় জোড়া নজির প্রধানমন্ত্রীর

Last Updated:

শুক্রবার আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির তৈরি করা নজিরকেও ছাপিয়ে গিয়েছেন মোদি৷

লালকেল্লায় নরেন্দ্র মোদি৷ ছবি-এপি
লালকেল্লায় নরেন্দ্র মোদি৷ ছবি-এপি
প্রধানমন্ত্রী হিসেবে স্বাধীনতা দিবসে নিজের দীর্ঘতম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজেই ভেঙে দিলেন নিজের রেকর্ড৷ শুক্রবার লালকেল্লা থেকে প্রায় ১০৩ মিনিট ধরে ভাষণ দিলেন নরেন্দ্র মোদি৷
এ দিন সকাল ৭.৩৪ মিনিটে লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিতে শুরু করেন প্রধানমন্ত্রী৷ ভাষণ শেষ করেন ৯.১৭ মিনিটে৷ সবমিলিয়ে ১ ঘণ্টা ৪৩ মিনিট ভাষণ দেন তিনি৷
গত বছরও স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ৯৮ মিনিটের ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এ বছর আরও দীর্ঘ ভাষণ দেন তিনি৷
advertisement
প্রধানমন্ত্রী হিসেবে ২০১৫ সালে ৮৮ মিনিটের ভাষণ দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙেছিলেন নরেন্দ্র মোদি৷ ১৯৪৭ সালে স্বাধীনতা দিবসে ৭২ মিনিট ভাষণ দিয়েছিলেন নেহেরু৷
advertisement
২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে স্বাধীনতা দিবসে ৬৫ মিনিট ভাষণ দিয়েছিলেন মোদি৷ ২০১৬ সালে ৯৬ মিনিট ভাষণ দিয়েছিলেন তিনি৷
২০১৭ সালে স্বাধীনতা দিবসে নিজের সংক্ষিপ্ততম ভাষণ দিয়েছিলেন মোদি৷ মাত্র ৫৬ মিনিটে নিজের বক্তব্য শেষ করেন তিনি৷ সে বছরই মন কী বাত-এ তিনি বলেছিলেন, স্বাধীনতা দিবসে তিনি দীর্ঘ বক্তব্য রাখছেন বলে অনেকেই তাঁর কাছে অভিযোগ করেছেন৷
advertisement
যদিও ২০১৮ সালেই স্বাধীনতা দিবসে আবার ৮৩ মিনিট বক্তব্য রাখেন তিনি৷ ২০১৯ সালে ৯২ মিনিট এবং ২০২০ সালে ৯০ মিনিট বক্তব্য রাখেন তিনি৷ ২০২১ সালে ৮৮ মিনিট বক্তব্য রাখেন তিনি৷ ২০২২ সালে ৭৪ মিনিট বক্তব্য রাখেন তিনি৷ ২০২৩ সালে ৯০ মিনিট বক্তব্য রাখেন তিনি৷
শুক্রবার আর এক প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির তৈরি করা নজিরকেও ছাপিয়ে গিয়েছেন মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে একটানা ১২ বার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তব্য রাখলেন তিনি৷ মোদির সামনে এখন শুধু জওহরলাল নেহেরু রয়েছেন৷ প্রধানমন্ত্রী হিসেবে নেহেরু স্বাধীনতা দিবসে একটানা ১৭ বার লালকেল্লা থেকে বক্তব্য রেখেছিলেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: সকাল ৭.৩৪-এ শুরু, কটায় ভাষণ শেষ করলেন মোদি? লালকেল্লায় জোড়া নজির প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement