#মুম্বই: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেচ্ছা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকেও৷ মোদি জানিয়েছেন যে এই নতুন জোট নিয়ে তিনি আশাবাদী৷ ফড়নবীশ ও অজিত পাওয়ারের নেতৃত্বে আরও উন্নতি হবে মহারাষ্ট্রে৷ সপ্তাহখানেক রাষ্ট্রপতি শাসনের পর শপথ নিলেন দেবেন্দ্র ফাড়নবীশ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি৷ এর ফলে জোড় ধাক্কা শিবসেনা শিবিরে৷
Congratulations to @Dev_Fadnavis Ji and @AjitPawarSpeaks Ji on taking oath as the CM and Deputy CM of Maharashtra respectively. I am confident they will work diligently for the bright future of Maharashtra.
— Narendra Modi (@narendramodi) November 23, 2019
শুরু থেকে ৫০-৫০-এর দাবিতে নাছোড় ছিল শিবসেনা৷ ফলে দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে পারেনি বিজেপি৷ তারপর আরব সাগরের পাড়ে গড়েছে নানা সমীকরণ৷ শেষপর্যন্ত জোট সরকার গঠনের পথে হাঁটে কংগ্রেস-এনসিপি-শিবসেনা৷ কিন্তু তাতে জল ঢেলে বিজেপির হাত ধরে এনসিপি৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার জানান যে জনতার কথা ভেবেই এই পথ বেছেছেন তারা৷ কোনও দল সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্তে না পৌঁছতে পারায় রাষ্ট্রপতি শাসন চলছিল মহারাষ্ট্রে৷ রাজ্যে স্থায়ীত্বের কথা মাথায় রেখেই তাদের এই পদক্ষেপ, স্পষ্ট করেছেন অজিত পাওয়ার৷
মহারাষ্ট্রের মহা নাটকীয় প্রত্যাবর্তন৷ শেষ পর্যন্ত সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট৷ কোনও দলই ম্যাজিক ফিগার না ছুঁতে পারায় সরকার গড়া নিয়ে নানা জল্পনা চলছিল৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার গড়ছে, তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল শুক্রবার৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামও ঘোষণা হয়েছিল৷ কিন্তু তার পর দিন সাত সকালেই পাল্টে গেল সব সমীকরণ৷ এনসিপির হাত ধরে জোট সরকার গড়ল বিজেপি৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷
উল্লেখ্য গত বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার৷ তবে তাতে সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করে দুই দল৷ মোদি ও পাওয়ারের বৈঠকের পরপরই তড়িঘড়ি শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের পক্ষে মত দেন সোনিয়া গান্ধি৷ তারপরই শুরু হয় সরকার গঠনের প্রক্রিয়া৷ কিন্তু সেই সব প্রক্রিয়া ভেস্তে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Devendra Fadnavis, Narendra Modi, Shiv Sena