রাজ্যে স্থায়ী সরকারের আশায় বিজেপির সঙ্গে এনসিপি, বললেন অজিত, নতুন সরকারকে শুভেচ্ছা মোদির

Last Updated:

সপ্তাহখানেক রাষ্ট্রপতি শাসনের পর শপথ নিলেন দেবেন্দ্র ফাড়নবীশ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি৷ এর ফলে জোড় ধাক্কা শিবসেনা শিবিরে৷

#মুম্বই: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ শুভেচ্ছা জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারকেও৷ মোদি জানিয়েছেন যে এই নতুন জোট নিয়ে তিনি আশাবাদী৷ ফড়নবীশ ও অজিত পাওয়ারের নেতৃত্বে আরও উন্নতি হবে মহারাষ্ট্রে৷ সপ্তাহখানেক রাষ্ট্রপতি শাসনের পর শপথ নিলেন দেবেন্দ্র ফাড়নবীশ৷ দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি৷ এর ফলে জোড় ধাক্কা শিবসেনা শিবিরে৷
advertisement
শুরু থেকে ৫০-৫০-এর দাবিতে নাছোড় ছিল শিবসেনা৷ ফলে দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে জোটের রাস্তায় হাঁটতে পারেনি বিজেপি৷ তারপর আরব সাগরের পাড়ে গড়েছে নানা সমীকরণ৷ শেষপর্যন্ত জোট সরকার গঠনের পথে হাঁটে কংগ্রেস-এনসিপি-শিবসেনা৷ কিন্তু তাতে জল ঢেলে বিজেপির হাত ধরে এনসিপি৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার জানান যে জনতার কথা ভেবেই এই পথ বেছেছেন তারা৷ কোনও দল সর্বসম্মতভাবে কোনও সিদ্ধান্তে না পৌঁছতে পারায় রাষ্ট্রপতি শাসন চলছিল মহারাষ্ট্রে৷ রাজ্যে স্থায়ীত্বের কথা মাথায় রেখেই তাদের এই পদক্ষেপ, স্পষ্ট করেছেন অজিত পাওয়ার৷
advertisement
মহারাষ্ট্রের মহা নাটকীয় প্রত্যাবর্তন৷ শেষ পর্যন্ত সরকার গড়ল বিজেপি-এনসিপি জোট৷ কোনও দলই ম্যাজিক ফিগার না ছুঁতে পারায় সরকার গড়া নিয়ে নানা জল্পনা চলছিল৷ কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকার গড়ছে, তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছিল শুক্রবার৷ সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে উদ্ধব ঠাকরের নামও ঘোষণা হয়েছিল৷ কিন্তু তার পর দিন সাত সকালেই পাল্টে গেল সব সমীকরণ৷ এনসিপির হাত ধরে জোট সরকার গড়ল বিজেপি৷ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ উপ মুখ্যমন্ত্রী হলেন শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার৷
advertisement
উল্লেখ্য গত বুধবার নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন শরদ পাওয়ার৷ তবে তাতে সরকার গঠন নিয়ে কোনও কথা হয়নি বলেই দাবি করে দুই দল৷ মোদি ও পাওয়ারের বৈঠকের পরপরই তড়িঘড়ি শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোটের পক্ষে মত দেন সোনিয়া গান্ধি৷ তারপরই শুরু হয় সরকার গঠনের প্রক্রিয়া৷ কিন্তু সেই সব প্রক্রিয়া ভেস্তে শেষ পর্যন্ত শেষ হাসি হাসলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যে স্থায়ী সরকারের আশায় বিজেপির সঙ্গে এনসিপি, বললেন অজিত, নতুন সরকারকে শুভেচ্ছা মোদির
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement