Pahalgam Terror Attack Update: পহেলগাঁওয়ের হামলাকারীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মোদির! রাতেই শ্রীনগর যাচ্ছেন শাহ

Last Updated:

এই ঘটনার পরেই নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন৷

News18
News18
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলার  ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৷ মৃতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন৷
জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে এই হামলার পিছনে যারা দায়ী, তাদের দ্রুত শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও শ্রীনগর যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আজ রাতেই শ্রীনগর পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ সেখানে গিয়ে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement
advertisement
advertisement
এ দিন পহেলগাঁওয়ের বৈসরণে একদল পর্যটককে লক্ষ্য করে আচমকা গুলি বৃষ্টি করে জঙ্গিরা৷ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ কারণ গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
এই ঘটনার পরেই নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন৷ এ ছাড়াও সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং, জম্মু কাশ্মীর পুলিশের ডিজি এবং সেনার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন৷ এর পাশাপাশি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও ফোনে কথা বলেন অমিত শাহ৷
advertisement
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘জম্মু কাশ্মীরের পহলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি৷ যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ আহতদের সবরকমের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে৷ যাঁরা এই হামলার পিছনে রয়েছে তাদের বিচার হবেই৷ তাদের রেয়াত করা হবে না৷ তাদের অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না৷ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই থেকে আমরা বিচ্যুত হব না বরং তা আরও দৃঢ় হবে৷’ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও৷
advertisement
হামলার পরই জঙ্গিদের খোঁজে পাল্টা তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের এই হামলার বড় খেসারত দিতে হবে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল৷
বাংলা খবর/ খবর/দেশ/
Pahalgam Terror Attack Update: পহেলগাঁওয়ের হামলাকারীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মোদির! রাতেই শ্রীনগর যাচ্ছেন শাহ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement