Pahalgam Terror Attack Update: পহেলগাঁওয়ের হামলাকারীদের রেয়াত নয়, হুঁশিয়ারি মোদির! রাতেই শ্রীনগর যাচ্ছেন শাহ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
এই ঘটনার পরেই নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন৷
নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের পহলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২৭৷ মৃতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন৷
জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপরে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ একই সঙ্গে এই হামলার পিছনে যারা দায়ী, তাদের দ্রুত শাস্তি দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও শ্রীনগর যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী৷ আজ রাতেই শ্রীনগর পৌঁছনোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর৷ সেখানে গিয়ে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সঙ্গে বৈঠক করে পরিস্থিতির পর্যালোচনা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
advertisement
I strongly condemn the terror attack in Pahalgam, Jammu and Kashmir. Condolences to those who have lost their loved ones. I pray that the injured recover at the earliest. All possible assistance is being provided to those affected.
Those behind this heinous act will be brought…
— Narendra Modi (@narendramodi) April 22, 2025
advertisement
advertisement
এ দিন পহেলগাঁওয়ের বৈসরণে একদল পর্যটককে লক্ষ্য করে আচমকা গুলি বৃষ্টি করে জঙ্গিরা৷ ঘটনায় এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ তবে মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে৷ কারণ গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
এই ঘটনার পরেই নয়াদিল্লিতে নিজের বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন গোয়েন্দা প্রধান তপন ডেকা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন৷ এ ছাড়াও সিআরপিএফ-এর ডিজি জ্ঞানেন্দ্রপ্রতাপ সিং, জম্মু কাশ্মীর পুলিশের ডিজি এবং সেনার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেন৷ এর পাশাপাশি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং উপরাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও ফোনে কথা বলেন অমিত শাহ৷
advertisement
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ‘জম্মু কাশ্মীরের পহলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করছি৷ যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা জানাই৷ যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ আহতদের সবরকমের সাহায্যের ব্যবস্থা করা হচ্ছে৷ যাঁরা এই হামলার পিছনে রয়েছে তাদের বিচার হবেই৷ তাদের রেয়াত করা হবে না৷ তাদের অশুভ উদ্দেশ্য কখনও সফল হবে না৷ সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই থেকে আমরা বিচ্যুত হব না বরং তা আরও দৃঢ় হবে৷’ ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও৷
advertisement
হামলার পরই জঙ্গিদের খোঁজে পাল্টা তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ জঙ্গিদের এই হামলার বড় খেসারত দিতে হবে হুঁশিয়ারি দিয়েছেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2025 7:42 PM IST