Narendra Modi: সরকারি চাকরি নিয়ে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কী বললেন রোজগার মেলায়?

Last Updated:

এদিন রোজগার মেলায় দেশের উন্নয়নের সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘দেশে বিনিয়োগ এবং শিল্প সম্পর্কে অভাবনীয় ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।’’ ইপিএফও পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ২০১৮-১৯ থেকে বেড়েছে প্রথাগত চাকরির সংখ্যা। এই সময়ের মধ্যে সারা দেশে ৪.৫ কোটি মানুষের চাকরি হয়েছে বলে দাবি করেন তিনি।

নয়াদিল্লি: বর্তমান বিজেপি সরকারের আমলে সরকারি চাকরিতে দুর্নীতি এবং স্বজন পোষণ দূর হয়েছে। মঙ্গলবার রোজগার মেলায় মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে যখন নিয়োগে দুর্নীতির খবর যখন দৈনিক সামনে আসছে, সেই সময় প্রধানমন্ত্রী মোদির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এদিন তিনি বলেন, ‘‘আবেদন করা থেকে শুরু করে পুরো নিয়োগ প্রক্রিয়া অনলাইন করে দেওয়া হয়েছে এবং তার জন্য পরিকাঠামো গড়ে তুলেছে বিজেপি সরকার।’’
এদিন রোজগার মেলায় দেশের উন্নয়নের সঙ্গে কর্মসংস্থানের সম্পর্ক তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘‘দেশে বিনিয়োগ এবং শিল্প সম্পর্কে অভাবনীয় ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে।’’ ইপিএফও পরিসংখ্যান তুলে ধরে তাঁর দাবি, ২০১৮-১৯ থেকে বেড়েছে প্রথাগত চাকরির সংখ্যা। এই সময়ের মধ্যে সারা দেশে ৪.৫ কোটি মানুষের চাকরি হয়েছে বলে দাবি করেন তিনি।
advertisement
আরও পড়ুন: কখনও কি করোনা আক্রান্ত হয়েছিলেন? তাহলে ভুলেও করবেন না এই সমস্ত কাজ, হতে পারে ভয়ঙ্কর বিপদ
প্রধানমন্ত্রীর দাবি, গ্রামীণ এলাকায় রাস্তা ৪ লক্ষ কিলোমিটার থেকে বেড়ে হয়েছে ৭.২৫ লক্ষ কিলোমিটার এবং বিমান বন্দরের সংখ্যা ৭৪ থেকে বেড়ে হয়েছে ১৫০টি। প্রধানমন্ত্রীর দাবি, সরকারি প্রকল্পে ৪ কোটি পাকা বাড়ি নির্মাণের ফলে অনেক কর্মসংস্থান তৈরি হয়েছে।
advertisement
advertisement
পূর্বতন সরকারের আমলের নিয়োগ পদ্ধতির সমালোচনা করে তিনি বলেন, “আগে স্টাফ সিলেকশন বোর্ডের মাধ্যমে নিয়োগে ১৫ থেকে ১৮ মাস সময় লাগত পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে। সেখানে বর্তমানে সময় লাগে মাত্র ৬ থেকে ৮ মাস।” প্রসঙ্গত, উল্লেখ্য, এদিনের রোজগার মেলায় ৭১ হাজার জনের হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি।
advertisement
মঙ্গলবার পঞ্চম রোজগার মেলায় ভারতীয় ডাক বিভাগ, রেল দফতর ও সীমা সুরক্ষা বলের নিয়োগপত্র তুলে দেওয়া হয় এনজেপি ভিআইপি রেস্ট হাউজে। এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়, পোস্টমাস্টার জেনারেল নর্থ বেঙ্গল সিকিম অখিলেশ কুমার পাণ্ডে সহ অন‍্যান‍্য অতিথিরা।
advertisement
এদিন শিলিগুড়িতে ১৮৪ জন যুবক যুবতীদের হাতে কেন্দ্রীয় সরকারি দফতরের এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়। রোজগার মেলার মধ‍্য দিয়ে বেকার যুবক-যুবতীদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিতে পেরে আনন্দিত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার।
রাজীব চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: সরকারি চাকরি নিয়ে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কী বললেন রোজগার মেলায়?
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement