Narendra Modi on Election Results: '২০২৪-এর ফল লুকিয়ে উত্তর প্রদেশ জয়ে', দলীয় কর্মীদের সামনে দাবি মোদির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শুধু ২০২৪ সালের নির্বাচনের আগে আত্মবিশ্বাস পাওয়াই নয়, উত্তর প্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডের জয় আগামী রাজ্যসভা নির্বাচনেও বিজেপি-কে অনেকটা নিশ্চিন্তে রাখবে (Election Results 2022)৷
#দিল্লি: পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে জয় (Election Results 2022)৷ স্বভাবতই দারুণ খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ দলকে এই জয় উপহার দিয়ে বিজেপি কর্মীরা আগাম হোলি পালনের প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী৷ বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভিত তৈরি করে দিল৷
এ দিন ভোটের ফল বেরনোর পর দিল্লিতে দলের সদর দফতরে হাজির হন নরেন্দ্র মোদি৷ দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'অনেকেই দাবি করেছিলেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ভিত তৈরি করে দিয়েছিল ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনের ফলাফল৷ আমি শুধু বলব, সেই একই কথা এবারেও প্রযোজ্য হবে৷ ২০২২ সালের উত্তর প্রদেশ নির্বাচনের ফলের মধ্যেই ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ইঙ্গিত রয়েছে৷'
advertisement
advertisement
শুধু ২০২৪ সালের নির্বাচনের আগে আত্মবিশ্বাস পাওয়াই নয়, উত্তর প্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডের জয় আগামী রাজ্যসভা নির্বাচনেও বিজেপি-কে অনেকটা নিশ্চিন্তে রাখবে৷ ভোটের ফলকে তুলে ধরে প্রধানমন্ত্রীর আরও দাবি, উত্তর প্রদেশে জাতপাতের ভিত্তিতে নির্বাচনের যে দাবি করা হয়, তা ভুল প্রমাণিত হয়েছে৷
advertisement
মোদির কথায়, 'উত্তর প্রদেশে জাতপাতের ভিত্তিতে রাজনীতি হয় বলে সেখানকার মানুষকে অনেকেই অপমান করেন৷ কিন্তু ২০১৪ সালের পর ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালেও উত্তর প্রদেশের মানুষ প্রমাণ করলেন, তাঁরা শুধুমাত্র উন্নয়নের রাজনীতির পক্ষেই ভোট দেন৷ নিন্দুকরা আর কী প্রমাণ চান?'
advertisement
গত চল্লিশ বছরে এই প্রথমবার উত্তর প্রদেশে পর পর দু' বার ক্ষমতায় ফিরছে বিজেপি৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশে ২৭০-এর বেশি আসনে জয় নিশ্চিত করে ফেলেছে পদ্ম শিবির৷ গত বারের থেকে আসন সংখ্যা বেশ কিছুটা কমলেও কঠিন পরিস্থিতিতে এই প্রাপ্তিতেই উল্লসিত বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 10, 2022 9:58 PM IST