Narendra Modi on Election Results: '২০২৪-এর ফল লুকিয়ে উত্তর প্রদেশ জয়ে', দলীয় কর্মীদের সামনে দাবি মোদির

Last Updated:

শুধু ২০২৪ সালের নির্বাচনের আগে আত্মবিশ্বাস পাওয়াই নয়, উত্তর প্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডের জয় আগামী রাজ্যসভা নির্বাচনেও বিজেপি-কে অনেকটা নিশ্চিন্তে রাখবে (Election Results 2022)৷

দিল্লিতে দলের সদর দফতরে নরেন্দ্র মোদি৷
দিল্লিতে দলের সদর দফতরে নরেন্দ্র মোদি৷
#দিল্লি: পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে জয় (Election Results 2022)৷ স্বভাবতই দারুণ খুশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ দলকে এই জয় উপহার দিয়ে বিজেপি কর্মীরা আগাম হোলি পালনের প্রতিশ্রুতি রেখেছেন বলে দাবি করলেন প্রধানমন্ত্রী৷ বিজেপি কর্মীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জয় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভিত তৈরি করে দিল৷
এ দিন ভোটের ফল বেরনোর পর দিল্লিতে দলের সদর দফতরে হাজির হন নরেন্দ্র মোদি৷ দলীয় কর্মীদের সামনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, 'অনেকেই দাবি করেছিলেন ২০১৯ সালে লোকসভা নির্বাচনের ভিত তৈরি করে দিয়েছিল ২০১৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনের ফলাফল৷ আমি শুধু বলব, সেই একই কথা এবারেও প্রযোজ্য হবে৷ ২০২২ সালের উত্তর প্রদেশ নির্বাচনের ফলের মধ্যেই ২০২৪ সালের সাধারণ নির্বাচনের ইঙ্গিত রয়েছে৷'
advertisement
advertisement
শুধু ২০২৪ সালের নির্বাচনের আগে আত্মবিশ্বাস পাওয়াই নয়, উত্তর প্রদেশ, মণিপুর, গোয়া, উত্তরাখণ্ডের জয় আগামী রাজ্যসভা নির্বাচনেও বিজেপি-কে অনেকটা নিশ্চিন্তে রাখবে৷ ভোটের ফলকে তুলে ধরে প্রধানমন্ত্রীর আরও দাবি, উত্তর প্রদেশে জাতপাতের ভিত্তিতে নির্বাচনের যে দাবি করা হয়, তা ভুল প্রমাণিত হয়েছে৷
advertisement
মোদির কথায়, 'উত্তর প্রদেশে জাতপাতের ভিত্তিতে রাজনীতি হয় বলে সেখানকার মানুষকে অনেকেই অপমান করেন৷ কিন্তু ২০১৪ সালের পর ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালেও উত্তর প্রদেশের মানুষ প্রমাণ করলেন, তাঁরা শুধুমাত্র উন্নয়নের রাজনীতির পক্ষেই ভোট দেন৷ নিন্দুকরা আর কী প্রমাণ চান?'
advertisement
গত চল্লিশ বছরে এই প্রথমবার উত্তর প্রদেশে পর পর দু' বার ক্ষমতায় ফিরছে বিজেপি৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশে ২৭০-এর বেশি আসনে জয় নিশ্চিত করে ফেলেছে পদ্ম শিবির৷ গত বারের থেকে আসন সংখ্যা বেশ কিছুটা কমলেও কঠিন পরিস্থিতিতে এই প্রাপ্তিতেই উল্লসিত বিজেপি শীর্ষ নেতৃত্ব৷
বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Election Results: '২০২৪-এর ফল লুকিয়ে উত্তর প্রদেশ জয়ে', দলীয় কর্মীদের সামনে দাবি মোদির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement