Narendra Modi: নাম না করে ট্রাম্পকে আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! 'যতই চাপ আসুক, নতিস্বীকার করব না'
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Narendra Modi: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। সেই নিয়ে এবার নাম না করে আমেরিকাকে আক্রমণ করলেন করলেন মোদি।
নয়াদিল্লি: রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের উপর একের পর এক কড়া সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ভারত। সেই নিয়ে এবার নাম না করে আমেরিকাকে আক্রমণ করলেন করলেন মোদি।
advertisement
advertisement
বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে ভারতীয় পণ্যের উপর। সেই নিয়ে মোদি বলেন, যতই চাপ আসুক ভারত মাথানত করবে না। দেশবাসীর উদ্দেশে মোদির বলেন, “আমার উপর ভরসা রাখুন, চাপ মোকাবিলা করে আমরাই এগিয়ে যাব“।
advertisement
সোমবার রাতে গুজরাতের আহমেদাবাদে প্রধানমন্ত্রী রোড শো করেন। তার আগে সরকারি অনুষ্ঠানে ৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। আমেরিকার সঙ্গে দূরত্ব যত বেড়েছে তত ঘনিষ্ঠতা বেড়েছে রাশিয়ার সঙ্গে। চিনের সঙ্গেও শুল্ক নীতির চাপে পড়ে সম্পর্ক ভাল করতে চাইছে ভারত। এই প্রসঙ্গেই আমেরিকা প্রসঙ্গে আক্রমণাত্মক ভারত। মোদি বলেছেন, “কৃষক, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সরকার রক্ষা করে চলবে“।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 7:06 PM IST